Advertisement
Advertisement
Andhra Pradesh

দলিত নাবালিকাকে ধর্ষণ! অপমানে ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোরী

অভিযুক্ত দুই নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Andhra Pradesh Minor Dalit girl ends life after 2 teens rape her and body found in canal | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 24, 2023 4:45 pm
  • Updated:July 24, 2023 4:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর হোক বা দক্ষিণ, দেশে দলিত নির্যাতন অব্যাহত। এবার অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) ১৩ বছরের দলিত কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল দুই নাবালকের বিরুদ্ধে। অপমানে নিজেকে শেষ করল নির্যাতিতা। রবিবার এলাকার একটি ক্যানেল থেকে কিশোরীর দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দুই নাবালককে। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি অন্ধ্রপ্রদেশের পামারু মণ্ডল এলাকার। নির্যাতিতা নবম শ্রেণির ছাত্রী। গত বৃহস্পতিবার সকালে স্কুলে গিয়েছিল সে। তারপর আর ফেরেনি। মেয়ে বাড়ি না ফেরায় সেদিনই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। ঘটনার তদন্তে নেমে লোকেশ নামের এক নাবালককে আটক করে পুলিশ। তাকে জেরা করে জানা যায়, কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলা হয়েছিল। তাকে একটি লজে গিয়েছিল লোকেশ এবং তার আত্মীয় নরেন্দ্র। সেখানেই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান, হাই কোর্টে হলফনামা অভিষেকের]

চার দিন পরে রবিবার এলাকার একটি ক্যানেল থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়। মনে করা হচ্ছে, অপমান জলে ডুবে আত্মহত্যা করে নাবালিকা। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে উভয় উপযুক্তকে। লোকেশ এবং নরেন্দ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ বি, ৩৪২ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

[আরও পড়ুন: আরও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, রাজনৈতিক অশান্তি এড়াতে নির্দেশ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement