Advertisement
Advertisement

Breaking News

Andhra Pradesh

সুপ্রিম কোর্টে অন্ধ্রপ্রদেশ সরকার! কাবেরীর পর কৃষ্ণা নদীর জলবণ্টন ঘিরেও বিবাদ চরমে

কর্নাটকের আলমাত্তি বাঁধের উচ্চতা নিয়ে আপত্তি অন্ধ্রপ্রদেশের।

Andhra Pradesh government to file petition in SC over Krishna river water issue | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 11, 2023 9:16 am
  • Updated:October 11, 2023 9:30 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবেরীর জলবনণ্টন নিয়ে দক্ষিণের দুই রাজ্যের সংঘাত চরমে পৌঁছেছে আগেই। এবার কৃষ্ণা নদী (Krishna River)  জলবণ্টন ঘিরেও বিবাদে জড়াল অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও কর্নাটক (Karnataka)। এই বিষয়ে সমাধান চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) যেতে চলেছে অন্ধ্র সরকার। মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি (YS Jagan Mohan Reddy) ও উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যার পর দুই রাজ্যের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পালটা আন্দোলনে নামতে পারে কর্নাটক। 

কাবেরীর মতোই কৃষ্ণা নদী জলবণ্টন ঘিরে তিন রাজ্য অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও কর্নাটকের বিবাদ দীর্ঘদিনের। এই তিন রাজ্য দিয়েই প্রবাহিত হয়েছে কৃষ্ণা নদী। দেড় দশক আগে কর্নাটকের আলমাত্তি বাঁধের উচ্চতা নিয়ে অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের সংঘাত তৈরি হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি ব্রিজেশ কুমারের নেতৃত্বর ট্রাইব্যুনাল কর্নাটককে বাঁধের উচ্চতা বাড়ানোর অনুমতি দিলেও এই বিষয়ে আপত্তি ছিল অন্ধ্রপ্রদেশ প্রশাসনের। তাদের দাবি, এর ফলে গ্রীষ্মকালে জলের সমস্যা দেখা দিচ্ছে রাজ্যে। এই বিষয়ে বিচার চেয়েই শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশে সরকার।

Advertisement

[আরও পড়ুন: একধাক্কায় ৫৭ শতাংশ সম্পত্তি কমল আদানির! দেশের সবচেয়ে ধনীর তকমা আম্বানির]

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, কেবল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায়ই নয়। এই বিষয়ে কর্নাটকের সঙ্গে বিন্দুমাত্র আপসে না যাওয়ার বার্তা দেওয়া হয়েছে আমলাদের। রাজ্যের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দেওয়া হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে দুই রাজ্যের মধ্যে জলবণ্টন নিয়ে নতুন করে বিবাদ চরমে উঠেছে। উভয় রাজ্যের আন্দোলনকারীরা কৃষ্ণার জলের ইস্যুতেও পথে নামতে পারেন। 

[আরও পড়ুন: চলতি মাসেই ভোটার তালিকা সংশোধন, কবে, কীভাবে নাম তুলবেন? সংশোধনের উপায় কী?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement