Advertisement
Advertisement
Andhra Pradesh Accident

মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি খালে পড়ে মৃত ৭

দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

Andhra Pradesh Accident: 7 dead as lorry falls into canal
Published by: Amit Kumar Das
  • Posted:September 11, 2024 11:03 am
  • Updated:September 11, 2024 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশে(Andhra Pradesh Accident)। মধ্যরাতে অন্ধ্রের পূর্ব গোদাবরী জেলার বেদরাপল্লিতে লরি খালে পড়ে মৃত্যু হল ৭ জনের। গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে কাজু বাদাম বোঝাই লরিটি। নরসাপুরম মণ্ডলের বোররামপালেম থেকে নিদাদাভোলু মণ্ডলের তাদিমাল্লায় যাচ্ছিল লরিটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উলটে যায় সেটি। কাজু ভর্তি বস্তার নিচে চাপা পড়ে মৃত্যু হয় ৭ জনের। জানা গিয়েছে, মৃতরা লরির ছাদের উপর বসেছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয় ৭টি মৃতদেহ। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ডাক্তারকে জুতোর বাড়ি, কলার ধরে মার মহিলার! এবার বিতর্কে কর্নাটকের হাসপাতাল]

দুর্ঘটনা প্রসঙ্গে ডিএসপি জি দেভা কুমার সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির চালক একটি গর্ত এড়ানোর চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার জেরে উলটে যায় লরিটি। ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

[আরও পড়ুন: ‘সন্ত্রাসের মদতদাতা’, পাকিস্তানকে নিশানায় নিয়ে কড়া বার্তা রাহুলের]

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সোশাল মিডিয়ায় তিনি বার্তা দেন, সরকার নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সবরকম সাহায্য করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement