সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট (USA President) হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন (Joe Biden)। এই অবস্থায় ডেমোক্র্যাট শিবিরে নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে উঠে আসছে কমলা হ্যারিসের (Kamala Harris) নাম। বাইডেন নিজেও কমলার নাম প্রস্তাব করেছেন। অবশ্য দল এখনও সিদ্ধান্তে আসেনি। তাতেই ওয়াশিংটন থেকে ১৩ হাজার কিলোমিটার দূরে ভারতের তামিলনাড়ুর এক প্রত্যন্ত গ্রামে শুরু হয়েছে উচ্ছ্বাস। কমলা যদি সত্যি প্রার্থী হন, এমনকী নির্বাচনে জিতে মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসেন? সেই উৎসব পালনের জন্যও তৈরি হচ্ছে তাঁর ‘দেশের বাড়ি’।
বলা বাহুল্য, কমলা জিতে প্রেসিডেন্ট হলে নতুন ইতিহাস লেখা হবে আমেরিকায়। সেক্ষেত্রে প্রথম ‘কৃষ্ণাঙ্গ’ মহিলা প্রেসিডেন্টের জন্য হোয়াইট হাউসের দরজা খুলবে। অন্যদিকে প্রথমবার ভারতীয় বংশো্দ্ভূত প্রেসিডেন্ট পাবে আমেরিকা। কমলার বাবা হলেন জামাইকান আমেরিকান ডোনাল্ড জে হ্যারিস। মায়ের মা বিশুদ্ধ ভারতীয় কৃতি চিকিৎসাবিজ্ঞানী শ্যামলা গোপালন। তামিলনাড়ুর বাসিন্দা তিনি। ১৯৫৮ সালে পড়াশোনা সূত্রে আমেরিকা যাত্রা করেন তামিলনাড়ুর তুলাসেন্দ্রপুরমের মেধাবী ছাত্রী। এই যোগাযোগের কারণে ২০২১ সালেও তামিলনাড়ুর গ্রামে দেখা গিয়েছিল উৎসবের মেজাজ। যদিও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর গ্রামে পা রাখেননি কমলা।
শৈশবে তামিলনাড়ুর এই গ্রামে মায়ের সঙ্গে দাদুর বাড়িতে এসেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। পাঁচ বছর বয়সে দাদুর হাত ধরে ঘুরেছেন চেন্নাইয়ের সমুদ্র সৈকতেও। সেই কারণেই দু’বছর আগে গ্রামের মেয়ে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ায় আতসবাজি ফেটেছিল। পথে পথে পোস্টার সাঁটানো হয়েছিল। কমলার ছবি দেওয়া ক্যালেন্ডার, চকোলেট বিলি হয়েছিল গ্রামে। এবার আরও বড় সুখবরের অপেক্ষায় তুলাসেন্দ্রপুরম।
গ্রাম কমিটির সদস্য কে কালিয়াপুরুমল সংবাদ সংস্থাকে জানিয়েছেন, যদি কমলা আমেরিকার প্রেসিডেন্ট হন, তবে বড় উদযাপন হবে। অবশ্যি কমলাকে নিয়ে হতাশাও আছে গ্রামবাসীদের মধ্যে। স্থানীয় এক দোকানদার বলেন, গ্রামবাসীরা আশায় ছিলেন হয়তো বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর একবার গ্রামে আসবেন কিংবা কোনও বিবৃতিতে হয়তো একবার গ্রামের কথা উল্লেখ করবেন। যদিও তেমনটা করেননি কমলা হ্যারিস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.