Advertisement
Advertisement
কংগ্রেস

ভুয়ো ছবিতে প্রধানমন্ত্রীকে কটাক্ষের জের, বিজেপির নিশানায় রাহুল গান্ধী

'Modilie'-এর ভুয়ো ছবি ছড়িয়েছেন রাহুল গান্ধী, জানাল অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষ৷

Anantkumar Hegde calls Rahul Gandhi a moron over Modilie bluff
Published by: Tanujit Das
  • Posted:May 17, 2019 1:01 pm
  • Updated:May 17, 2019 1:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতে৷ কিন্তু ফল হল বিপরীত৷ শেষমেশ নিজের ফাঁদেই পা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে টুইটারে রাহুল গান্ধী দাবি করেন, ‘ Modilie’ নামক একটি শব্দ সম্প্রতি অক্সফোর্ড অভিধানে সংযোজিত হয়েছে৷ কিন্তু পরক্ষণেই অক্সফোর্ড কর্তৃপক্ষ জানায় এমন কোনও শব্দ তাঁদের অভিধানে সংযোজিত হয়নি৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস সভাপতিকে একহাত নিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে৷ রাহুল গান্ধীকে ‘মর্কট’ বলে কটাক্ষ করলেন তিনি৷

[ আরও পড়ুন: শেষ দফার আগেই ফাঁস এক্সিট পোলের ফলাফল, ভাইরাল সর্বভারতীয় চ্যানেলের ভিডিও ]

Advertisement

বুধবার টুইটারে কংগ্রেস সভাপতি দাবি করেন, অনবরত মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী, তাই তাঁকে ‘মোদিলাই’ হিসেবে বর্ণনা করেছে অক্সফোর্ড৷ এবং তাঁদের অভিধান এই শব্দটি যোগ করেছে তারা৷ নিজের দাবির সপক্ষে একটি ছবিও টুইটারে আপলোড করেন কংগ্রেস সভাপতি। কিন্তু বৃহস্পতিবার অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ‘‘আমরা নিশ্চিত, ‘মোদিলাই’ শব্দের অন্তর্ভুক্তি বিষয়ক যে ছবি দেখানো হয়েছে, তা ভুয়ো এবং অক্সফোর্ড ডিকশনারির কোনও সংস্করণে এর অস্তিত্ব নেই।’’ এই শব্দটির কথা বুধবার লোকসভা নির্বাচনের প্রচারেও উল্লেখ করেন রাহুল গান্ধী৷ তিনি বলেন, রাফালে চুক্তি-সহ একাধিক বিষয়ে অনবরত মিথ্যা কথা বলে চলেছেন মোদি। সেই প্রেক্ষিতেই নতুন ইংরেজি শব্দের আমদানি হয়েছে বলে জানান তিনি৷

[ আরও পড়ুন: সাতদিনের মধ্যে গ্রেপ্তার নয় রাজীব কুমারকে, নির্দেশ সুপ্রিম কোর্টের ]

‘মোদিলাই’ শব্দের অর্থ হিসেবে ছবিতে বলা হয়েছে, ক্রমাগত সত্যের অপব্যবহার করা, অনর্গল মিথ্যা কথা বলা এবং বিরামহীন মিথ্যা বলাকে। কিন্তু এমন কোনও শন্দ যোগ হয়নি বলেই পরিষ্কার জানিয়ে দিল অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষ৷ ফলে এর থেকে স্পষ্ট হয়ে গেল যে ভুয়ো ছবি ব্যবহার করে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চেয়েছিলেন কংগ্রেস সভাপতি, এমনই মনে করছে রাজনৈতিক মহল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement