সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতে৷ কিন্তু ফল হল বিপরীত৷ শেষমেশ নিজের ফাঁদেই পা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে টুইটারে রাহুল গান্ধী দাবি করেন, ‘ Modilie’ নামক একটি শব্দ সম্প্রতি অক্সফোর্ড অভিধানে সংযোজিত হয়েছে৷ কিন্তু পরক্ষণেই অক্সফোর্ড কর্তৃপক্ষ জানায় এমন কোনও শব্দ তাঁদের অভিধানে সংযোজিত হয়নি৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস সভাপতিকে একহাত নিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে৷ রাহুল গান্ধীকে ‘মর্কট’ বলে কটাক্ষ করলেন তিনি৷
[ আরও পড়ুন: শেষ দফার আগেই ফাঁস এক্সিট পোলের ফলাফল, ভাইরাল সর্বভারতীয় চ্যানেলের ভিডিও ]
বুধবার টুইটারে কংগ্রেস সভাপতি দাবি করেন, অনবরত মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী, তাই তাঁকে ‘মোদিলাই’ হিসেবে বর্ণনা করেছে অক্সফোর্ড৷ এবং তাঁদের অভিধান এই শব্দটি যোগ করেছে তারা৷ নিজের দাবির সপক্ষে একটি ছবিও টুইটারে আপলোড করেন কংগ্রেস সভাপতি। কিন্তু বৃহস্পতিবার অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ‘‘আমরা নিশ্চিত, ‘মোদিলাই’ শব্দের অন্তর্ভুক্তি বিষয়ক যে ছবি দেখানো হয়েছে, তা ভুয়ো এবং অক্সফোর্ড ডিকশনারির কোনও সংস্করণে এর অস্তিত্ব নেই।’’ এই শব্দটির কথা বুধবার লোকসভা নির্বাচনের প্রচারেও উল্লেখ করেন রাহুল গান্ধী৷ তিনি বলেন, রাফালে চুক্তি-সহ একাধিক বিষয়ে অনবরত মিথ্যা কথা বলে চলেছেন মোদি। সেই প্রেক্ষিতেই নতুন ইংরেজি শব্দের আমদানি হয়েছে বলে জানান তিনি৷
[ আরও পড়ুন: সাতদিনের মধ্যে গ্রেপ্তার নয় রাজীব কুমারকে, নির্দেশ সুপ্রিম কোর্টের ]
‘মোদিলাই’ শব্দের অর্থ হিসেবে ছবিতে বলা হয়েছে, ক্রমাগত সত্যের অপব্যবহার করা, অনর্গল মিথ্যা কথা বলা এবং বিরামহীন মিথ্যা বলাকে। কিন্তু এমন কোনও শন্দ যোগ হয়নি বলেই পরিষ্কার জানিয়ে দিল অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষ৷ ফলে এর থেকে স্পষ্ট হয়ে গেল যে ভুয়ো ছবি ব্যবহার করে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চেয়েছিলেন কংগ্রেস সভাপতি, এমনই মনে করছে রাজনৈতিক মহল৷
This moron @RahulGandhi is hell bent on proving himself that he is one of his own kind of international idiotic skill master and hence the horizons have extended beyond the boundaries. No one can prevent his growth….Amazing…!!!! https://t.co/0W7GXMHASV
— Chowkidar Anantkumar Hegde (@AnantkumarH) May 17, 2019
There’s a new word in the English Dictionary. Attached is a snapshot of the entry 🙂 pic.twitter.com/xdBdEUL48r
— Rahul Gandhi (@RahulGandhi) May 15, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.