Advertisement
Advertisement

Breaking News

Ananta Maharaj

অমিত শাহর পর মোদি, দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে অনন্ত মহারাজ

শুক্রবার অনন্ত মহারাজ দেখা করলেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। জানালেন, দুজনের মধ্যে ১৫ মিনিট ধরে বেশ কয়েকটি ইস্যুতে কথা হয়েছে। তবে গোপনীয়তা বজায় রাখতে সেসব নিয়ে তিনি প্রকাশ্যে আনতে চান না।

Ananta Maharaj meets Narendra Modi in Delhi after Amit Shah
Published by: Sucheta Sengupta
  • Posted:June 28, 2024 8:32 pm
  • Updated:June 28, 2024 9:19 pm

বিক্রম রায়: অমিত শাহর পর এবার নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা সাম্প্রতিক রাজনৈতিক মহলের অন্যতম আলোচিত চরিত্র অনন্ত মহারাজ ওরফে নগেন রায়। নিজেই এই সাক্ষাতের কথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে মিনিট পনেরো কথাবার্তা হয়েছে তাঁর। তবে কী বিষয়ে আলোচনা, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অনন্ত মহারাজ (Ananta Maharaj)। গত সপ্তাহে কোচবিহার গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়ি গিয়ে দেখা করেছিলেন। সদ্যসমাপ্ত লোকসভা ভোটে কোচবিহার দখলের পর তৃণমূল নেত্রীর এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। কিন্তু তার পরই বিজেপির রাজ্যসভার সাংসদের দিল্লি গিয়ে দফায় দফায় অমিত শাহ ও মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

চব্বিশের লোকসভা ভোটে প্রথম উত্তরবঙ্গের গেরুয়া মাটিতে ঘাসফুল ফুটেছে। কোচবিহারের (Cooch Behar) মতো কেন্দ্র বিজেপির হাত থেকে ছিনিয়ে এনেছেন তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। ফলাফল প্রকাশের পর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ১৮ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গিয়েছিলেন কোচবিহার। সেদিন সকালেই আবার নিউ জলপাইগুড়ির রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল। তাতে আহতদের দেখতে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যান। এর পরের দিন কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে চকচকায় যান তিনি, একদা পৃথক রাজ্যের দাবিতে সরব হয়ে ওঠা বিজেপি নেতার সঙ্গে দেখা করতে। বিজেপি সাংসদ (BJP MP) রাজবংশী উত্তরীয়, পান-সুপুরি দিয়ে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। যদিও উভয়েই তাকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে নয়া রাজনৈতিক সমীকরণের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জেরে দলের অন্দরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল অনন্ত মহারাজকে।

Advertisement

[আরও পড়ুন: দেবের ডাকে রুক্মিণীর জন্মদিনের পার্টিতে সৌরভ! দেখলেন ভারত-ইংল্যান্ড সেমিফাইনালও]

এর পর চলতি সপ্তাহে তৃতীয় মোদি সরকারের শপথগ্রহণ ও সংসদের অধিবেশন শুরু হওয়ার পরই দিল্লি চলে যান অনন্ত মহারাজ। বুধবার অমিত শাহর (Amit Shah)সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যসভার সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর শাহর সঙ্গে তাঁর একান্ত বৈঠক নিয়ে ফের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়। তাও বিশেষ গুরুত্ব দেননি দুজনের কেউ। আর শুক্রবার অনন্ত মহারাজ দেখা করলেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। জানালেন, দুজনের মধ্যে বেশ কয়েকটি ইস্যুতে কথা হয়েছে। তবে গোপনীয়তা বজায় রাখতে সেসব নিয়ে তিনি প্রকাশ্যে আনবেন না।

Advertisement

[আরও পড়ুন: ‘আমার ব্যাগে বোমা আছে’, কলকাতা বিমানবন্দরে দাবি যাত্রীর, তীব্র আতঙ্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ