সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট নিয়ে সংসদের অচলাবস্থা কাটাতে উদ্যোগী হল কেন্দ্র সরকার৷ বৃহস্পতিবার ডাকা হল সর্বদলীয় বৈঠকে৷ বৈঠকে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত বিরোধী দলকে৷ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আমন্ত্রণ জানালেন কেন্দ্রীয় সংসদবিষয়ক মন্ত্রী অনন্ত কুমার৷
বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ঘরে এই বৈঠকের আয়োজন করা হয়েছে৷ বৈঠকে সামিল হতে পারে তৃণমূল কংগ্রেস৷ বুধবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রতিক্রিয়া, ‘গণতন্ত্রে কারও সঙ্গে কথা বলাই যেতে পারে’৷
নোট বাতিল নিয়ে ইতিমধ্যেই সরগরম সংসদের উভয়কক্ষ৷ বিরোধীদের বিক্ষোভের জেরে বারবার বিঘ্নিত হয়েছে লোকসভা ও রাজ্যসভার শীতকালীন অধিবেশন৷ গান্ধীমূর্তির নিচে প্রায় দিনই বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী দলগুলি৷ এই আন্দোলনের সর্বাগ্রে রয়েছে তৃণমূল কংগ্রেস৷ যন্তরমন্তরের ধরনামঞ্চে বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন প্রায় দু’শো জন সাংসদ৷ ২৮ তারিখ সর্বভারতীয় বনধেরও ডাক দেওয়া হয়েছে৷ এমন অবস্থায় এই সর্বদলীয় বৈঠকের মাধ্যমেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে কেন্দ্র৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.