সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাঁ ঈশ্বর! ওড়িশার (Odisha) এক ব্যক্তির পোষ্য ছাগলকে কামড়ে দিয়েছিল রাস্তার এক কুকুর। তার ‘বদলা’ নিতে মাথায় রক্তের চাপ বেড়ে যায় সেই ব্যক্তির। বিষ খাইয়ে রাস্তার ৪০ টি কুকুরকে খুন করেন তিনি। এমন নৃশংসকাণ্ডে হতবাক অনেকেই।
কেরলের (Kerala) মালাপ্পুরমে আনারসে বাজি ভরে গর্ভবতী হাতিকে খাওয়ানোর ঘটনায় শোরগোল পড়েছিল দেশজুড়ে। তাহলে পোষ্য ছাগলকে রাস্তার কুকুর কামড়ে দেওয়ার ‘বদলা’ নিতে কেউ উদ্যত হলে সেই ঘটনাকে কী বলবেন সকলে? হ্যা, এমনটাই ঘটেছে ওড়িশার কটকে। পোষ্য ছাগলকে রাস্তার কুকুর কামড়ে দেওয়ায় রাস্তার ৪০ টি কুকুরকে বিষ খাইয়ে খুন করেন এক ব্যক্তি! পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ব্রহ্মানন্দ মল্লিক। ব্যক্তির গ্রামের বাড়িতে আচমকাই পোষা ছাগলকে কুকুর কামড়ে দেওয়ায় মনে মনে ষড়যন্ত্রের জাল বুনতে থাকেন অভিযুক্ত। ভরত মল্লিক নামে আর এক অভিযুক্তর সঙ্গে মিলে ঠিক করেন যে, গ্রামের যত কুকুর আছে সব ক’টিকে মেরে ফেলবেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। এরপরেই মাংস কিনে এনে তাতে বিষ মাখিয়ে গ্রামের বিভিন্ন কুকুরকে খাইয়ে দেন অভিযুক্ত।
অভিযুক্তের এই পরিকল্পনার কথা প্রথমে গ্রামের কেউই বুঝতে পারেননি। পরে গ্রামে ৪০টির ও বেশি কুকুর ছটফট করে মরতে থাকায় সন্দেহ জাগে স্থানীয়দের মনে। এক স্থানীয়র কথায়, “কুকুরগুলো যন্ত্রনায় কাতরাতে থাকে। সেই দৃশ্য চোখে দেখা যায় না।” তবে যতক্ষণে স্থানীয়রা অভিযুক্তদের কীর্তি-কলাপ ধরতে পেরেছেন ততক্ষণে পালিয়ে গেছেন অভিযুক্ত ব্রহ্মানন্দ মল্লিক ও তার সঙ্গী।
এরপরই গ্রামবাসীরা অভিযুক্তদের বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ করে। পঞ্চায়েতের সদস্যরা অভিযপক্তদের বিরুদ্ধে অভিযোগ করেন থানায়। বর্তমানে অপরাধীদের উদ্দেশে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে পথ কুকুরদের উপর এই অত্যাচার ভারতে নতুন নয়। পশুদের উপর এই অত্যাচারের বিরুদ্ধে সরব হলেও এই অপরাধ দমন করা সম্ভব হচ্ছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.