Advertisement
Advertisement
কাশ্মীর

তুমুল গুলির লড়াই শেষ, কাশ্মীরে জঙ্গি নিধনে বড়সড় সাফল্য পেল সেনা

পুঞ্চ সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান।

two encounter eliminated four terrorist at Sophian in Kashmir
Published by: Paramita Paul
  • Posted:June 21, 2020 9:00 am
  • Updated:June 21, 2020 2:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে কাশ্মীরে (Kashmir) খতম একাধিক জঙ্গি। শনিবার সন্ধেয় কুলগামে (Kulgam) এক জেহাদিকে নিকেশ করেছিল যৌথবাহিনী। সূত্রের খবর, রবিবার ভোরে এনকাউন্টারে আরও এক সন্ত্রাসবাদিকে খতম করে সেনাবাহিনী।  এদিকে এদিন ভোরে পুূঞ্চ (Poonch) এলাকায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান (Pakistan)। আবার শ্রীনগরের জাড়িবল (Zadibal) এলাকায় সন্ত্রাসবাদীরা আত্মগোপন করে আছে বলে খবম মিলেছে। চলছে তল্লাশি। ওই এলাকায় মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। 

এদিন সকালে সোপিয়ানে (Shopian) জঙ্গি ও যৌথবাহিনীর মধ্যে তুমল গুলির লড়াই শুরু হয়। লুকিয়ে থাকা এক সন্ত্রাসবাদিকে খতম করল যৌথবাহিনী। প্রচুর আগ্নেয়াস্ত্রও  উদ্ধার হয়েছে। তবে আরও জেহাদি (terrorist) ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর। তাদের খোঁজে চলছে তল্লাশি অভিযান (Search Operation)।

Advertisement

এদিকে রবিবার সকালে ৬টা ১৫ মিনিট নাগাদ ফের সংঘর্ষবিরতি ভাঙে পাকিস্তান। পুঞ্চ এলাকায় সীমান্তা বরাবর গুলি চালাতে থাকে পাক সেনা। এমনকী মর্টারও ছোড়া হয় বলে অভিযোগ। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। 

[আরও পড়ুন : ‘প্রাণায়ামেই বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা’, যোগ দিবসে করোনা রোধের টোটকা প্রধানমন্ত্রীর]

প্রসঙ্গত, শুক্রবার আটজন জেহাদিকে নিকেশ করেছিল যৌথবাহিনী। শনিবার সন্ধেয় এনকাউন্টারে খতম হল আরও এক সন্ত্রাসবাদি। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। সেনা সূত্র বলছে, গত ছমাসে ভূস্বর্গের উপত্যকায় একশো সন্ত্রাসবাদি খতম হয়েছে। বিকেল সাড়ে চারটে নাগাদ কুলগামের লিখদিপোড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। কয়েকজন সন্ত্রাসবাদি গা -ঢাকা দিয়ে আছে খবর পেয়ে তল্লাশি শুরু হয়। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বললেও তারা সে কথা কানে তোলেনি। বরং জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পালটা গুলিতে নিকেশ হয় এক জেহাদি। 

[আরও পড়ুন : সঠিকভাবে করোনায় মৃতদের দেহ সৎকার হচ্ছে না বাংলায়! কেন্দ্রের অভিযোগ ওড়াল শীর্ষ আদালত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement