সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমৃতসরের ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা, আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি৷ শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ আগামী এক মাসের মধ্যে তিন সদস্যের বিশেষ কমিটিকে গোটা ঘটনার তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন অমরিন্দর সিং৷ পাঞ্জাব প্রশাসনের পাশাপাশি রেলের তরফে গোটা ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে৷ আর এই নিয়ে রেল ও প্রশাসনের অন্দরে শুরু হয়েছে চাপানউতোর৷
Extremely saddened by the train accident in Amritsar. The tragedy is heart-wrenching. My deepest condolences to the families of those who lost their loved ones and I pray that the injured recover quickly. Have asked officials to provide immediate assistance that is required.
— Narendra Modi (@narendramodi) October 19, 2018
দুর্ঘটনার দায় রেলের তরফে অস্বীকার করা হলেও আজ গোটা পাঞ্জাবজুড়ে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। পাশাপাশি এই দুর্ঘটনার জন্য রেল কোনওভাবেই দায়ী নয় বলে জানিয়েছে অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ৷ অন্যদিকে, দুর্ঘটনার পিছনে রেল কর্তৃপক্ষের উপর দায় চাপিয়েছে স্থানীয় প্রশাসন৷ রেল লাইনের উপর সাধারণ মানুষের ভিড় জমতে দেখেও কেন চালককে আগাম সতর্ক করা হয়নি, তা নিয়েও উঠছে প্রশ্ন৷ কেননা, দুর্ঘটনাস্থলের ৩০০ মিটার দূরত্বে ছিল একটি লেভেল ক্রসিং৷ অভিযোগ, গেট ম্যান জানতেন দশেরা উপলক্ষে উৎসাহী জনতার ভিড় জমেছে৷ কিন্তু, প্রযুক্তি থাকা সত্ত্বেও গ্যাটম্যান চালককে সতর্ক করেনি৷ এমনকী, চালকও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে জরুরি ব্রেক কষারও চেষ্টা করেনি বলে অভিযোগ৷ আর তার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান পাঞ্জাব প্রশাসনের৷ তবে, প্রশাসনের সমস্ত আশঙ্কা উড়িয়ে রেলের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়, রেলের অনুমতি ছাড়াই রেল লাইনের লাগোয়া মাঠে দশেরা পালন করার জেরেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে৷
[কন্যাদের সুরক্ষা দিতে পারে আরএসএস শাখাগুলি, মন্তব্য সত্যার্থীর]
ইতিমধ্যেই দুর্ঘটনার দায় পুরোপুরি রেলের ঘাড়ে চাপিয়েছেন নভজ্যোৎ সিং সিধু৷ আহতদের দেখতে হাসপাতালে দাঁড়িয়ে সিধু বলেন, ‘‘চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে৷ রেল লাইনের উপর যখন এত মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তখন কেন চালক আগাম কোনও ব্যবস্থা নিল না৷ কেন বাজানো হয়নি হর্ন? এর তদন্ত হওয়া উচিত৷’’ শুক্রবার সন্ধ্যায় অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে৷ গুরুতর জখম অন্তত ১৫০ জন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.