Advertisement
Advertisement

Breaking News

rape

মন্দিরে আটকে রেখে দুই মহিলাকে লাগাতার ধর্ষণ, অমৃতসরে গ্রেপ্তার পুরোহিত-সহ ২

এখনও পলাতক দুই অভিযুক্ত।

Amritsar temple priest repeatedly assaulted two women in confinement

ছবি: প্রতীকী

Published by: Soumya Mukherjee
  • Posted:May 19, 2020 11:39 am
  • Updated:May 19, 2020 11:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দিরে আটকে রেখে তফশিলি সম্প্রদায়ের দুই মহিলা লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় এক পুরোহিত-সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের অমৃতসরে।

স্থানীয় সূত্র জানা গিয়েছে, নির্যাতিত ওই দুই মহিলা পাঞ্জাবের তফশিলি কমিশনের সদস্য তারসেম সিংকে নিজেদের দুরবস্থার কথা উল্লেখ করে একটি চিঠি লিখেছিলেন। তার ভিত্তিতেই সোমবার অমৃতসরের লোপোকে থানার অন্তর্গত রামতীর্থ কমপ্লেক্সের গুরু জ্ঞান নাথ আশ্রম বাল্মীকি তীর্থে হানা দেয় পুলিশকর্মীরা। তারপর দুই নির্যাতিতাকে উদ্ধার করার পাশাপাশি ওই মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত গিরিধারি নাথ ও তার এক সঙ্গী বারিন্দর নাথকে গ্রেপ্তার করা হয়। বাকি দুই অভিযুক্ত নাছট্টর সিং ও সুরজ নাথ পালিয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: পিছিয়ে এল কেন্দ্র! লকডাউনে কর্মীদের পুরো বেতন দিতে বাধ্য নয় মালিকপক্ষ ]

এপ্রসঙ্গে স্থানীয় ডিএসপি প্রতাপ সিং বলেন, রাজ্য তফশিলি কমিশনের সদস্য তারসেম সিং সায়ালকার অভিযোগের ভিত্তিতে রামতীর্থ কমপ্লেক্সের গুরু জ্ঞান নাথ আশ্রম বাল্মীকি তীর্থে তল্লাশি অভিযান চালান লোপোকে থানার পুলিশকর্মীরা। ঘটনাস্থল থেকে দুই নির্যাতিতাকে উদ্ধার করার পাশাপাশি দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত গিরিধারি নাথ ও বারিন্দর নাথকে জেরা করে বাকিদের সন্ধান করার চেষ্টা চলছে।

[আরও পড়ুন: বিহার, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১৬ জন পরিযায়ী শ্রমিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement