Advertisement
Advertisement
আমফান

ধেয়ে আসছে আমফান, জেনে নিন কী করবেন আর কী করবেন না

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জারি করল নির্দেশিকা।

Amphan: Dos and dont’s to stay safe before, during and after the cyclone
Published by: Paramita Paul
  • Posted:May 20, 2020 4:01 pm
  • Updated:May 20, 2020 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যে বাংলার উপকূলে আছড়ে পড়তে চলেছে আমফান। যার জেরে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। বিপর্যয় সামাল দিতে কোমর বেঁধেছে প্রশাসন। একইসঙ্গে আমজনতার জন্য বেশকিছু নির্দেশিকা জারি করেছে  জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাতে বলা হয়েছে, ঝড়ে সময় কী করবেন, আর কী করবেন না।

[আরও পড়ুন: আমফানের জেরে ওড়িশায় ব্যাপক ঝড়বৃষ্টি, উপকূল এলাকা থেকে সরানো হল বাসিন্দাদের]

করোনা আবহেই দেশের পূর্বপ্রান্তে হানা দিচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। বাংলা ও ওড়িশার উপকূলীয় অঞ্চলে ঘণ্টায়  ১৮০-১৯০ বেশি কিলোমিটার বেগে ঝাঁপিয়ে পড়ে সুপার সাইক্লোন তছনছ করে দিতে পারে বলে আশঙ্কায় কাঁটা আমজনতা। আজ বিকেলের মধ্যেই দিঘা ও বাংলাদেশের হাতিয়ার মধ্যে দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে আমফান। এর প্রভাবে মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সাম্প্রতিককালের যে কোনও সাইক্লোনের চেয়েও আমফানের রূপ এবং শক্তি অনেক বেশি ভয়াবহ বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা-সহ বাংলার ৭ জেলায় ব্যাপক তাণ্ডব চলবে সুপার সাইক্লোনের। ক্ষতি এড়াতে প্রশাসন সদা সতর্ক। বাড়ি থেকে কাউকে না বেরনোর নির্দেশ। নবান্নের  কন্ট্রোল রুমে থেক নিজে তদারকি করবেন মুখ্যমন্ত্রী। 

[আরও পড়ুন: উবেরের পথেই হাঁটল Ola, করোনা মহামারির জেরে চাকরি হারালেন হাজারেরও বেশি কর্মী]

এমন পরিস্থিতিতে সাবধানে থাকা আবিশ্যিক। তাই এক ঝলকে দেখে নিন, কী করবেন আর কী করবেন না-

কী কী করবেন

বাড়িতে থাকুন। রাস্তায় বের হবেন না।

গুজব এড়ান। সতর্ক থাকুন।

সংবাদপত্র, টেলিভিশন, রেডিও থেকে সঠিক খবর জানুন। আবহাওয়া সম্পর্কে আপটেড রাখুন।

মোবাইল ফোন ষথেষ্ট পরিমান চার্জ দিয়ে রাখুন। 

প্রয়োজনীয় নথি, সামগ্রী হাতের কাছে ওয়াটার প্রুফ ব্যাগে রাখুন। গুছিয়ে রাখুন ওষুধপত্র।

গৃহপালিত পশুদের নিরাপদ জায়গায় রাখুন।

ব্যাটারিচালিত টর্চ, ব্যাটারি ও শুকনো খাবার জিনিস হাতের কাছে রাখুন। পালীয় জল রাখুন।

আপনি যদি বাড়িতে থাকেন, তাহলে কী করবেন, কী করবেন না

বৈদ্যুতিন সমস্ত কিছু বন্ধ রাখুন।

বাড়ি নিরাপদ না হলে, অন্যত্র সরে যান।

পরিশুদ্ধ জল পান করুন।

উড়ে যেতে পারে এমন সামগ্রী সরিয়ে রাখুন।

ছাদে যাবেন না।

বাড়ির বিপজ্জনক অংশ এড়িয়ে চলুন।

বাড়ির বাইরে থাকলে কী করবেন না-

ভাঙা বাড়িতে ঢুকবেন না।

বৈদ্যুতিক পোল, তারের নিচে যাবেন না। 

দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন।

সরকারি আশ্রয়ে থাকলে

পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়িতে ফিরবেন না।

বিদ্যুতিন তার থেকে দূরে থাকুন।

আশপাশে ভাঙাচোরা কিছু পড়ে থাকলে, তা সরিয়ে দিন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement