সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু একেবারে স্বাভাবিক একটি মৃত্যু৷ সেপটিসেমিয়ার কারণেই মৃত্যু হয়েছিল আম্মার৷ বিষয়টি নিয়ে অকারণ জলঘোলার আর কোনও কারণ নেই বলেও মনে করছিল বিশেষজ্ঞমহল৷ কিন্তু এরপরেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন এআইএডিএমকে নেতা পি এইচ পান্দিয়ান৷ মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, আম্মার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি৷ এর পাশাপাশি তাঁর আরও দাবি দলের সদস্যদের ঠকিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদ দখল করছেন শশীকলা নটরাজন৷
#Jayalalithaa told me once that she didn’t want #SasikalaNatarajan to be TN CM: Manoj Pandian, AIADMK pic.twitter.com/blc6dQDeHP
— ANI (@ANI_news) February 7, 2017
I strongly oppose elevation of #SasikalaNatarajan: PH Pandian, AIADMK pic.twitter.com/vTzNKM1QIU
— ANI (@ANI_news) February 7, 2017
#SasikalaNatarajan doesn’t have quality to be AIADMK Gen Secy & TN CM; I haven’t come out of sadness after #Jayalalithaa‘s demise-PH Pandian
— ANI (@ANI_news) February 7, 2017
এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শশীকলা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং এআইএডিএমকে দলের নেতৃত্ব দেওয়ার যোগ্য নন৷ শুধু তাই নয় অপর দলীয় নেতা মনোজ পান্দিয়ান বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা তাঁকে একবার বলেছিলেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কখনই শশীকলাকে দেখতে চান না৷ এতেই থেমে নেই বিষয়টি৷ তাঁদের ধারণা, এমজিআর এবং জয়ললিতার আশীর্বাদ রয়েছে তামিলনাড়ুর সাধারণ মানুষের উপর৷ আর সেই কারণেই মুখ্যমন্ত্রী হিসাবে এখনও শপথ নিতে পারেননি শশীকলা৷ পান্দিয়ানের আরও দাবি, আম্মার সবসময়ই নিজের মৃত্যু নিয়ে আশঙ্কায় থাকতেন৷ তাঁকে বিষ খাওয়ানো হতে পারে, এমন ভয়ও পেতেন তিনি৷
পান্দিয়ানের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর আবারও নতুন করে আম্মার মৃত্যুর কারণ নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ সেই সঙ্গে শশীকলার রাজ্যভার নেওয়া নিয়েও ভিন্নমত পোষণ করছে বিশেষজ্ঞমহল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.