সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল শেষকৃত্য সম্পন্ন হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার৷ কিন্তু আম্মাকে নিয়ে মানুষের কৌতুহল কমেনি এক ফোঁটাও৷ বিদায়বেলায় কফিনবন্দি আম্মার শেষ ছবি এখনও মানুষের মনে স্পষ্ট৷ একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে মনে করলেই লক্ষ করবেন, আম্মার কফিন খানা সাজানো ছিল কাত করে৷ শেষবারের মতো আম্মার দর্শনে যাঁরা এসেছিলেন, তাঁদের জন্য কফিনটিকে রাখা হয়েছিল খানিকটা উঁচু করে৷ যাতে আম্মার মুখ দেখতে পারেন দর্শনার্থীরা৷
আশ্চর্যভাবে এই কফিন এমনভাবে রাখা হলেও আম্মার দেহ কিন্তু এতটুকুও টলে যায়নি৷ আর এটাই সম্ভব করেছে আম্মার জন্য তৈরি সেই বিশেষ কফিন৷ তামিলনাড়ুর ‘ফ্লাইং স্কোয়াড অ্যান্ড হোমেজ কোম্পানি’র তৈরি এই বিশেষ কফিনটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত৷ কফিনটির তাপমাত্রা শূন্য থেকে পাঁচ ডিগ্রি রাখলে কফিনের ভিতরে মৃতদেহ সংরক্ষণ করে রাখা যাবে টানা দু’দিনও৷ এমনই বিশেষ কফিন রাখা হয়েছিল আম্মার জন্য৷
পি আর এম এম সান্তাকুমারের এই কফিন সংস্থা কেবল আম্মার কফিনই তৈরি করেনি৷ প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও, বিখ্যাত অভিনেতা শিবাজি গণেশন-সহ প্রায় ৫০০ জন ভিআইপির শবদেহ বহন করেছিল এই সংস্থার কফিন৷ চন্দনকাঠের তৈরি এই কফিনই হয়েছে আম্মা-সহ বহু সেলেবের শেষযাত্রার সঙ্গী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.