Advertisement
Advertisement

আম্মাকে মনে করেই এআইএডিএমকে’র ভার নিলেন শশীকলা

জানালেন, “আম্মা সারা জীবন আমার হৃদয়ে থাকবেন৷”

‘Amma is always in my heart’: Sasikala
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 31, 2016 5:58 pm
  • Updated:December 31, 2016 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্মার পর এআইএডিএমকে’র সাধারণ সম্পাদক পদে যোগ দিলেন চিনাম্মা শশীকলা৷ শনিবার দলের সম্পাদকের পদ গ্রহণ করলেন তিনি৷ আম্মার পরে দলের দায়িত্বভার নিয়ে কার্যতই এদিন ভাবাবেগে ভাসলেন তিনি৷ জানালেন, “আম্মা সারা জীবন আমার হৃদয়ে থাকবেন৷”

আম্মার ৩৩ বছরের সঙ্গী শশীকলা দিন প্রথমে দলীয় কার্যালয়ে যান৷ সেখানে দলীয় কর্মীদের উপস্থিতিতে দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নেন৷ এরপর দলের সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি৷ আম্মার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আম্মার সঙ্গে নিজের সখ্যতার কথাও তুলে ধরেন এদিন৷

Advertisement

শনিবার এআইএডিএমকে’র দায়িত্ব নেওয়ার সময়, প্রথমে এমজিআর এবং তারপর আম্মার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শশীকলা৷ এদিন গোটা সময়জুড়ে সকলের মুখেই শুধু ঘুরে ফিরে এসেছে জয়ললিতার প্রসঙ্গ৷ দলের সদস্য এবং শশীকলা স্বয়ং বুঝিয়ে দিয়েছেন, আম্মার অবদান তাঁদের জীবনে অপরিসীম৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement