Advertisement
Advertisement

বন্ধুর আত্মহত্যার বিচার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অ্যামিটির ছাত্র

বিচার চেয়ে সুশান্তর এক বন্ধু দ্বারস্থ হল সুপ্রিম কোর্টের৷

Amity Student's Suicide Moves To Supreme Court After Letter By His Friend
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 5, 2016 5:26 pm
  • Updated:September 5, 2016 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যামিটির আইন কলেজের ছাত্র সুশান্ত রোহিলার আত্মহত্যার পর প্রায় এক মাস পেরলেও, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ আর তাই এবার বিচার চেয়ে সুশান্তর এক বন্ধু দ্বারস্থ হল সুপ্রিম কোর্টের৷

সম্প্রতি অ্যামিটির আইন কলেজের চতুর্থ বর্ষের ছাত্র রাঘব শর্মা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে একটি পিটিশন দায়ের করেন৷ এই পিটিশনে রাঘব সুশান্তর পরিবার এবং বন্ধু-বান্ধবের তরফ থেকে এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন৷

Advertisement

চিঠিতে তিনি  লিখেছেন, গত মে মাসে সুশান্ত অ্যামিটি আইন কলেজের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ড. অশোক চৌহানকে একটি চিঠি লিখেছিলেন৷ উপস্থিতির হার কম থাকায় তাঁকে পরীক্ষায় বসতে না দিলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন, এমন কথাও তিনি চিঠিতে জানিয়েছিলেন৷ কিন্তু তাঁর কথায় কান দেননি অ্যামিটি কর্তৃপক্ষ৷ আর তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুশান্ত৷

প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রাঘব লিখেছেন, ‘ডঃ অশোক চৌহান যদি সুশান্তর পাঠানো ইমেলটির দিকে একটু নজর দিতেন এবং গোটা বিষয়টি নিয়ে একটু সচেতন হতেন তবে সুশান্ত আজ জীবিত থাকত৷’

প্রসঙ্গত, গত আগস্ট মাসের ১০ তারিখ পরীক্ষায় বসতে না পারার কারণে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন ২১ বছরের সুশান্ত রোহিলা৷ আর তারপরই তাঁর মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে ওঠে অ্যামিটি ক্যাম্পাস৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে সুশান্তর সহপাঠীরা এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষর উদাসীনতার বিরুদ্ধে সরব হন৷ আর এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement