Advertisement
Advertisement

Breaking News

‘ভিত্তিহীন কুৎসা’ রটানোর অভিযোগে মানহানির মামলা অমিত শাহর পুত্রের

অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ১০০ কোটির মামলাই দায়ের করলেন জয়৷

Amit Shah’s son files 100 crore defamation suit against news portal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 9, 2017 5:54 am
  • Updated:October 9, 2017 6:43 am

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর পুত্র জয় শাহর ব্যবসায়িক লেনদেন নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে তরজা শুরু হয়েছে৷ একটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদনে দাবি করা হয়, মাত্র এক বছরের মধ্যে শাহ-পুত্রের ব্যবসা ১৬ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে। এরপরই কংগ্রেস বিষয়টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাব দাবি করে। অবশ্য কংগ্রেসের দাবিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি৷ রবিবার বিকেলে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে রেলমন্ত্রী ও বিজেপির প্রথম সারির নেতা পীযূষ গোয়েল ওয়েব পোর্টালের ওই প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। জানান, প্রতিবেদক ও সংশ্লিষ্ট নিউজ পোর্টালের বিরু‌দ্ধে শাহ-পুত্র আইনি ব্যবস্থা নেবেন৷ ইতিমধ্যেই ‘ভিত্তিহীন কুৎসা’ রটানোর অভিযোগে সেই মামলা করেছেন জয়৷

[ফের বিতর্কে ঋতব্রত, এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ]

Advertisement

রবিবার গোয়েল বলেছিলেন, বিজেপির পক্ষ থেকেও এই প্রতিবেদনের তীব্র সমালোচনা করা হচ্ছে৷ প্রতিবেদনে দলের সভাপতির নাম ও ছবি ব্যবহার করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে বলেই মনে করছে দল৷ প্রতিবেদনটি নিয়ে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীও টুইট করে সমালোচনা করেছেন৷ কংগ্রেস নেতা কপিল সিবাল বিষয়টিতে তদন্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে হইচই করারও তীব্র সমালোচনা করেছেন গোয়েল৷ গান্ধী পরিবারের জামাই রবার্ট ওয়াধেরাকে নিয়ে পালটা আক্রমণ করতে ছাড়েননি তিনি৷ ধিংড়া কমিটির রিপোর্টকে আটকাতে কংগ্রেস যে আদালাতের দ্বারস্থ হয়েছে সেকথা উল্লেখ করে তিনি বলেন, কংগ্রেস ওই ধরনের মিথ্যার রাজনীতি করে৷ প্রতিবেদনে যে সমস্ত প্রশ্ন তোলা হয়েছে তার প্রত্যেকটির জবাব জয় দিয়েছেন বলেও এদিন গোয়েল জানান৷ তিনি বলেন, “শাহ-পুত্র জয় প্রতিবেদক ও পোর্টালটির বিরু‌দ্ধে ১০০ কোটি টাকার ফৌজদারি মানহানির মামলা করবেন সোমবারই আমেদাবাদের আদালতে মামলা দায়ের হবে।” সেই মতোই ওই নিউজ পোর্টাল ও প্রতিবেদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে৷

[রোজ পাঁচ থেকে ছয় জন করে জঙ্গি খতম করছে সেনা: রাজনাথ সিং]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement