Advertisement
Advertisement

Breaking News

Kashmir Terror Attack

শ্রীনগরে অমিত শাহ, কথা বলছেন জঙ্গি হামলায় মৃতদের পরিবারের সঙ্গে

এখান থেকে পহেলগাঁওয়ের রিসর্ট পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Kashmir Terror Attack: Amit Shah visits Srinagar to speak to families of deceased
Published by: Biswadip Dey
  • Posted:April 23, 2025 10:22 am
  • Updated:April 23, 2025 4:21 pm  

সোমনাথ রায়: যেন এক ভয়াল দুঃস্বপ্নের ঘোর। পাটুলির বৈষ্ণবনগরের বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে কথা বলার সময় সেকথাই মনে হচ্ছিল। পহেলগাঁওয়ের রিসর্টে জঙ্গি হামলায় স্বামীর মৃত্যুর পর গোটা পৃথিবীটাই বদলে গিয়েছে তাঁর। সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে যোগাযোগ করা হলে কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন তিনি। কেবল বিপণ্ণ কণ্ঠে বললেন, ”আমাকে ছেড়ে দিন।” একই অবস্থা বেহালার সমীর গুহর পরিবারেরও। তাঁদের গাড়ির চালক মহম্মদ ইকবাল জানাচ্ছেন, পুরো ঘটনাটাই এমন ভয়ংকর ও আকস্মিক যে বিশ্বাস করাই কঠিন। শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে আপাতত রাখা রয়েছে হামলায় নিহত পর্যটকদের দেহ। সেখানে এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলছেন তিনি। এরপরই পরিবারের হাতে তুলে দেওয়া হবে নিহত প্রিয়জনের দেহ। শাহ এখান থেকে পহেলগাঁওয়ের সেই রিসর্টে যাবেন, যেখানে মঙ্গলবার দুপুরে হামলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-সহ অন্য়ান্য শীর্ষ আধিকারিকরা সকলেই শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত রয়েছেন বলে জানা যাচ্ছে। মৃতদের গার্ড অফ অনার দেওয়া হবে। 

Advertisement

উল্লেখ্য, বেসরকারি হিসাব বলছে, পহেলগাঁও হামলায় (Pahalgam Terror Attack) অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা। অন্তত মৃতের সংখ্যার নিরিখে। মৃতদের মধ্যে দুজন বিদেশি পর্যটকও রয়েছেন।

পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জানা যাচ্ছে, এই হামলার যুক্ত থাকা জঙ্গিদের বেশিরভাগই বিদেশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement