সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশে দুর্নীতির নেতৃত্বে NCP প্রধান শরদ পওয়ার। উদ্ধব ঠাকরে হলেন ঔরঙ্গজেব ফ্যান ক্লাবের প্রধান। রবিবার পুণেতে বিজেপির রাজ্য সম্মেলনে এই ভাষাতেই বিরোধী নেতৃত্বকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গেরুয়া নেতার নিশানায় ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। ঠিক কী বলেছেন তিনি?
শনিবার বিজেপির মারাঠা ব্রিগেডের সম্মেলনে অমিত শাহ অভিযোগ করেন, “শরদ পাওয়ার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।” লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরেই আস্থা রেখেছে দেশের মানুষ। “আসন্ন মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতলেই রাহুল গান্ধীর অহঙ্কার চুরমার হয়ে যাবে।” শিব সেনা নেতা উদ্ধব ঠাকরেকে একহাত নিয়ে শাহ বলেন, “১৯৯৩ সালের মুম্বই ধারাবহিক বিস্ফোরণে অভিযুক্ত ইয়াকুব মেমনের ঘনিষ্ঠদের সঙ্গে ওঠাবসা করেন উদ্ধব।”
নাটকীয় ভঙ্গিতে গেরুয়া নেতা বলেন, “কারা ঔরঙ্গজেব ফ্যান ক্লাবের সদস্য? কাসবকে বিরিয়ানি খাইয়েছিল যারা, ইয়াকুব মেমনের শাস্তি মকুবের আবেদন করেছিল যারা। ইসলামী প্রচারক জাকির নায়েককে ‘শান্তির দূত’ পুরস্কার দিয়েছিল যারা। এবং যারা PFI-কে সমর্থন করেছিল। এমন লোকেদের সঙ্গে একমঞ্চে বসার জন্য লজ্জিত হওয়া উচিত উদ্ধব ঠাকরের।”
প্রসঙ্গত, ৪০০ পারের স্লোগান দিয়ে লোকসভা ভোটে মুখ পুড়েছে বিজেপির। NDA শরিকদের সঙ্গে নিয়ে গদি বাঁচাতে হয়েছে মোদিকে। এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোলে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। সেই কারণেই বিরোধীদের চাপে রাখতে মাঠে নেমে পড়েছেন অমিত চাণক্য শাহ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.