সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় ফিরলে দাঙ্গাকারীদের উলটো করে ফাঁসিতে ঝোলানো হবে- বিহারে গিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রামনবমীর (Ram Navami) শোভাযাত্রা ঘিরে ব্যাপক সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছে বিহারের বেশ কয়েকটি এলাকায়। একজনের মৃত্যুও হয়েছে এই সংঘর্ষের ফলে। এহেন পরিস্থিতিতে বিহারের আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শাহ।
বিহারের (Bihar) হিসুয়ার একটি জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাঙ্গা বিধ্বস্ত সাসারামে যাওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখেই তাঁকে সফরের অনুমতি দেওয়া হয়নি। শাহ বলেন, “বুলেট, কাঁদানে গ্যাস চলছে ওখানে। মানুষের মৃত্যু হচ্ছে। পরের বার বিহারে এলে অবশ্যই সাসারামে যাব।” এরপরেই বিহারের মহাজোটের সরকারকে তোপ দাগেন তিনি।
সভায় বক্তৃতা দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আশা করি সাসারামে পরিস্থিতি খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যাবে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তো কোনও লাভ নেই। আমি আজ সকালেই রাজ্যপালের সঙ্গে কথা বলেছি। তাতে আবার নেতাদের দাবি, আমি বিহারের বিষয়ে কেন মাথা ঘামাচ্ছি। আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিহারের আইন শৃঙ্খলা রক্ষা করাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে।”
এরপরেই বিহারের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করেন অমিত শাহ। জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “২০২৪ সালে মোদিকে একক সংখ্যাগরিষ্ঠতা দিন, আর ২০২৫ সালে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিন। যারা এখানে দাঙ্গা বাধাচ্ছে, তাদের উলটো করে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হবে।”
#WATCH | “Give full majority to PM Modi in 2024 elections and elect a BJP govt in 2025 state elections, rioters will be hung upside down…”: Union HM Amit Shah in Bihar rally pic.twitter.com/pvwhMtZjxc
— ANI (@ANI) April 2, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.