Advertisement
Advertisement
Amit Shah

‘নেহরু তো ১৫ মিনিটেই বাই বাই অসম বলে দিয়েছিলেন’, চিন ইস্যুতে রাহুলকে পালটা শাহর

অমিত শাহ বলেন, ‘‘যখন আপনার প্রপিতামহ ক্ষমতায় ছিলেন, আমরা চিনের কাছে ভূখণ্ড হারিয়েছিলাম।’’

Amit Shah slams Rahul’s China talk, reminds Congress of ’62 | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 20, 2020 9:34 am
  • Updated:October 20, 2020 9:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দিন আগে চিনা আগ্রাসনের ইস্যুতে রাহুল গান্ধী (Rahul Gandhi) দাবি করেছিলেন, কংগ্রেস সরকার ক্ষমতায় থাকলে ১৫ মিনিটের মধ্যে চিনা সেনাকে উৎখাত করে ফেরত পাঠিয়ে দেওয়া হত। এবার রাহুলের সেই মন্তব্যের পালটা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, ১৯৬২ সালে চিনের (China) সঙ্গে যুদ্ধের সময় যদি কংগ্রেস এমনটা করতে পারত তাহলে ভারতীয় ভূখণ্ডের কয়েক হেক্টর জমি চিন দখল করে নিতে পারত না।

এদিন অমিত শাহ বলেন, ‘‘ওরা যদি ওই ১৫ মিনিটের ফর্মুলা ১৯৬২ সালের যুদ্ধের সময় প্রয়োগ করত, তাহলে ভারতীয় ভূখণ্ডের কয়েক হেক্টর জমি হারাতে হত না।’’ তারপর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘সেই সময়ের প্রধানমন্ত্রী আকাশবাণীতে বলে দিয়েছিলেন, ‘বাই বাই অসম।’ আর এখন কংগ্রেস আমাদের এবিষয়ে শেখাতে আসছে? যখন আপনার প্রপিতামহ ক্ষমতায় ছিলেন, আমরা চিনা সরকারের কাছে ভূখণ্ড হারিয়েছিলাম।’’

Advertisement

[আরও পড়ুন: ‘অপমান করিনি, আমরা সবাই আইটেম’, বিজেপি নেত্রী সম্পর্কে মন্তব্যের সাফাই দিলেন কমল নাথ]

কংগ্রেসকে আক্রমণ করার পাশাপাশি তিনি সেনাবাহিনীর ১৬ বিহার রেজিমেন্টের ভূয়সী প্রশংসা করেন লাদাখের গালওয়ান উপত্যকায় লালফৌজের সঙ্গে লড়াই করে তাদের পিছু হটতে বাধ্য করার প্রসঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমি অত্যন্ত গর্বিত ১৬ বিহার রেজিমেন্টের সেনাদের জন্য। অন্তত আমাদের সময়ে আমরা নিজেদের মাটিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গেছি। এই সেনারা খারাপ আবহাওয়ার মধ্যেও আমাদের দেশকে রক্ষা করেছে।’’ পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনার বিষয়টির মীমাংসা করা সম্ভব হবে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হরিয়ানার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীকে ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, “আমাদের দেশের ভিতরে পা রাখার ক্ষমতা চিনের ছিল না। আজ পৃথিবীতে এমন একটাই দেশ রয়েছে যার ভূখণ্ডে অন্য কোনও দেশের সেনা প্রবেশ করে ১২০০ বর্গকিলোমিটার দখল করে ফেলেছে। আর কাপুরুষ প্রধানমন্ত্রী বলছেন, দেশের জমি কেউ নেয়নি।’’ সেই সঙ্গে তিনি দাবি করেন, ‘‘আমাদের সরকার থাকলে চিনা সেনাকে উৎখাত করে দেশের বাইরে ফেলে দিত। ১৫ মিনিটও লাগত না।’’

[আরও পড়ুন: ‘তথ্যের অপব্যাখ্যা হচ্ছে’, টিআরপি নিয়ে রিপাবলিক টিভিকে ভর্ৎসনা BARC-এর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement