সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আপনার কাছে আর ৬ ঘণ্টা সময় আছে, আপনার নেতাকে বুঝিয়ে রাফালে ইস্যুতে জেপিসি (যৌথ সংসদীয় কমিটি) গঠন করুন”, টুইটারে অর্থমন্ত্রী অরুণ জেটলিকে টুইট রাহুলের। জেটলির হয়ে আসরে অমিত শাহ। “কংগ্রেস পার্টি মানে মিথ্যেবাদী। ২৪ ঘণ্টা অপেক্ষা করার কী দরকার আপনার কাছে তো জেপিসি মানে ঝুটা পার্টি কংগ্রেস আছেই।” রাফালে ইস্যুতে তীব্র বাদানুবাদ দেশের দুই বৃহত্তম রাজনৈতিক দলের দুই শীর্ষ নেতার। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জমে উঠেছে রাফালে-তরজা, ভোটের আগে সত্যিই ইস্যু হয়ে উঠতে চলেছে বিমান কেনাবেচা সংক্রান্ত এই চুক্তি।
Rahul Gandhi quoted a price of Rs.700 Cr per aircraft in Delhi and Karnataka in April and May this year. In Parliament, he reduced it to Rs.520 Cr per aircraft, in Raipur he increased it to Rs.540 Cr;
— Arun Jaitley (@arunjaitley) August 29, 2018
Mr Jaitley, thanks for bringing the nation’s attention back to the GREAT #RAFALE ROBBERY! How about a Joint Parliamentary Committee to sort it out? Problem is, your Supreme Leader is protecting his friend, so this may be inconvenient. Do check & revert in 24 hrs. We’re waiting!
— Rahul Gandhi (@RahulGandhi) August 29, 2018
Dear Mr Jaitley,
Less than 6 hrs left for your deadline on the #Rafale JPC to run out.
Young India is waiting. I hope you’re busy convincing Modi Ji and Anil Ambani Ji about why they should listen to you & approve this! @ArunJaitley
— Rahul Gandhi (@RahulGandhi) August 30, 2018
গতকাল একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেছিলেন, “তুলনামূলক বিচারে, ইউপিএ জমানার তুলনায় ২০ শতাংশ কম দামে রাফালে কিনছে বিজেপি। রাহুলের মাথায় কিছু ঢোকেনি বলেই ভুলভাল প্রশ্ন করছে।” জবাবে কংগ্রেস সভাপতি পালটা টুইট করে বলেন, “এত যখন আপনার আত্মবিশ্বাস, তাহলে আপনার নেতাকে বুঝিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যৌথ সংসদীয় কমিটি গঠন করুন, সেই কমিটিই ঠিক করে দেবে রাফালে কত বড় দুর্নীতি।” কয়েক ঘণ্টা পরে রাহুল আবার টুইট করেন। এবার তিনি বলেন, “মাননীয় জেটলিজি, আপনার জেপিসি গঠনের ডেডলাইনের আর ৬ ঘণ্টা সময়ও বাকি নেই, আশা করি আপনি আপনার নেতাকে বোঝানোর চেষ্টা করছেন।”
এরপরই আসরে নামেন বিজেপি সভাপতি অমিত শাহ। অরুণ জেটলির পাশ দাঁড়িয়ে বিজেপি সভাপতি একহাত নেন রাহুলকে। বলেন, “আপনি দিল্লিতে একরকম, কর্ণাটকে একরকম, হায়দরাবাদে একরকম, রাইপুরে একরকম আর সংসদে এক এক রকম বলছেন রাফালের দাম, আপনার থেকে দেশের মেধা অনেক (IQ) বেশি।” যদিও, রাহুলের জেপিসির দাবি মেনে নেওয়া হয়নি সরকারের তরফে। উলটে পালটা আক্রমণের পথে হেঁটেছেন বিজেপি সভাপতি। তিনি বলেন, “জেপিসির জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করার দরকার নেই, আপনার কাছেই জেপিসি আছে ঝুটা পার্টি কংগ্রেস( মিথ্যেবাদী কংগ্রেস)।” সব মিলিয়ে রীতিমতো সরগরম রাফালে রাজনীতি। একসময় যে রাফালের অভিযোগকে কেউই গুরুত্ব দিতে চাইছিল না তা এখন রীতিমতো ইস্যু হয়ে দাঁড়িয়েছে জাতীয় রাজনীতিতে। বিজেপির শীর্ষ নেতাদেরও এখন আসরে নামতে হচ্ছে দুর্নীতি তত্ত্ব ওড়াতে।
Why wait 24 hours when you already have your JPC-Jhoothi Party Congress.
Your lies to fool the nation are self-evident when Rafale price you quote vary in Delhi, Karnataka, Raipur, Hyderabad, Jaipur & Parliament.
But the nation’s IQ is higher than yours!https://t.co/5fQlS7gV1L https://t.co/69IkaKeXSZ
— Amit Shah (@AmitShah) August 29, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.