Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

গণপিটুনিতে খুনে মৃত্যুদণ্ড! নতুন আইন আনছে মোদি সরকার

ব্রিটিশ আমলের তিন ফৌজদারি আইনে বদল আনছে কেন্দ্র।

Amit Shah said the centre will introduce capital punishment in mob lynching cases in parliament। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 11, 2023 4:45 pm
  • Updated:November 4, 2023 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপিটুনিতে খুনের ঘটনায় সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এমনই আইন আনতে চলেছে কেন্দ্র। লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নতুন আইন আনার কথা জানান। শাহ বলেন, ” জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ, ভাষা নির্বিশেষে যে কারণেই হোক, পাঁচ বা তার বেশি সংখ্যক লোক দলবেঁধে কাউকে পিটিয়ে হত্যা করলে তাদের প্রত্যেকেই শাস্তি পাবে। অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হবে, কিংবা কমপক্ষে সাত বছর জেলে থাকতে হবে। দোষীদের কারাবাসের পাশাপাশি জরিমানাও করা হবে। “

[আরও পড়ুন: বদলে যাচ্ছে বিতর্কিত রাষ্ট্রদ্রোহ আইন! ‘গুয়ান্তানামো’ তৈরির প্রথম ধাপ?]

উল্লেখ্য, আজ বাদল অধিবেশনের শেষ দিনে জানা গিয়েছে, ব্রিটিশ আমলের তিন ফৌজদারি আইনে বদল আনছে কেন্দ্র। ইন্ডিয়ান পেনাল কোড (ভারতীয় দণ্ডবিধি), কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিউর ( সিআরপিসি) এবং ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে তিনটি নতুন আইন চালুর লক্ষ্যে শুক্রবার তিনটি বিল এনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এও বলেন, “নয়া আইনে সরকার সুনিশ্চিত করতে চায় যে, তার উদ্দেশ্য ন্যায়বিচার, শাস্তি নয়।” 

Advertisement

সূত্রের খবর, কেন্দ্র যে নতুন আইন আনছে, তাতে বর্তমান ভারতীয় দণ্ডবিধির বেশ কিছু ধারা বাতিল করা হচ্ছে। সংশোধনও করা হচ্ছে কয়েকটি ধারা। একইভাবে সিআরপিসি এবং সাক্ষ্য আইনেও বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে।

[আরও পড়ুন: আর থাকছে না ‘ঔপনিবেশিক’ IPC! বদলে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ আনছে মোদি সরকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement