Advertisement
Advertisement
Amit Shah

‘ছাত্রাবস্থায় অসমে এসে প্রচুর মার খেয়েছি’, জনসভায় স্মৃতিচারণ অমিত শাহর

শাহর দাবি, মোদি কোনও ভাষণ ছাড়াই অসমে পরিবর্তন এনেছেন।

Amit Shah recalls his visit to Assam as ABVP leader। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 8, 2022 6:49 pm
  • Updated:October 8, 2022 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির হয়ে তরুণ বয়সে যখন অসমে (Assam) এসেছিলেন তখন তৎকালীন রাজ্য সরকারের হাতে নিগৃহীত হতে হয়েছিল তাঁকে। শনিবার গুয়াহাটিতে এক জনসভায় এভাবেই পুরনো দিনের কথা বলতে শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। সেই সঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে শাহর দাবি, কংগ্রেস আমলে যখন উত্তর-পূর্ব ভারত ভাঙনের মুখে পড়েছিল, তৎকালীন ইন্দিরা গান্ধী প্রশাসন তা নিঃশব্দে প্রত্যক্ষ করেছিল।

অসম সফরে এসেছেন অমিত শাহ। আর সেখানেই এক জনসভায় স্মৃতিচারণা করতে দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রীকে। শাহর কথায়, ”আমি এখানে বিদ্যার্থী পরিষদের কর্মসূচিতে অংশ নিতে এসেছিলাম তখন হিতেশ্বর সাইকিয়া (অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী) প্রচণ্ড মেরেছিলেন। আমরা স্লোগান তুলতাম, ‘অসম কি গলিয়া সুনি হ্যায়, ইন্দিরা গান্ধী খুনি হ্যায়।’ তখন তো কল্পনাও করতে পারিনি বিজেপি একদিন এখানে দু’বার সরকার গঠন করে ফেলবে।”

Advertisement

[আরও পড়ুন: দিনরাত নিন্দা করেন রাহুল, সেই আদানিকেই ‘ভাই’ সম্বোধন গেহলটের!]

সেই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ”কংগ্রেস আমলে দেশের উত্তর-পূর্ব অংশ ভাঙনের মুখে পড়েছিল। কংগ্রেস সেটা নিঃশব্দে দেখেছিল। অথচ মোদিজি কোনও ভাষণ ছাড়াই অসমে পরিবর্তন এনেছেন। কংগ্রেস আমলে দেশকে ভাঙার চেষ্টা হয়েছিল। মোদিজি দেশকে জোড়ার কাজ করেছেন।”

এদিন গুয়াহাটিতে বিজেপির নয়া সদর দপ্তরের উদ্বোধন করেন অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও আরও অনেক প্রথম সারির নেতা। এরপরই ওই জনসভায় যোগ দেন তিনি।

[আরও পড়ুন: জীবনে সুখসমৃদ্ধি চান? লক্ষ্মীপুজোয় এই কাজগুলি ভুলেও করবেন না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement