Advertisement
Advertisement
Amit Shah

ঝাড়খণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি হবেই, ভোটের মুখে হুঙ্কার শাহের

ওয়াকফ বোর্ড আইনেও বদল নিশ্চিত বলে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Amit Shah reaffirms BJP’s UCC push in poll-bound Jharkhand

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:November 12, 2024 9:15 pm
  • Updated:November 12, 2024 9:15 pm

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: বিজেপি ক্ষমতায় এলে ঝাড়খণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবেই। একপ্রকার ‘হুমকি’ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, ওয়াকফ বোর্ড বেআইনিভাবে প্রচুর জমি দখল করেছে। তাই এই সংস্থায় পরিবর্তন দরকার এবং ওয়াকফ আইনেও সংশোধনী আনা হবে। সেই কাজ শুরু করেছে যৌথ সংসদীয় কমিটি।

শাহী হুঙ্কার, “মোদি সরকারের এই উদ্যোগে কেউ বাধা দিতে এলে মুখের ওপর জবাব পাবে। যেমন কংগ্রেস ও বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই বেআইনি কাজকে সমর্থন করার জন্য এবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব পেয়ে যাবে।” ওয়াকফ বোর্ডে পরিবর্তন ও আইনে সংশোধনী আনতে গঠিত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম হয়েছে। বেশ কিছু ক্ষেত্রেই প্রবল আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীরা। এবার ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণ করতে ওয়াকফ বোর্ডকে হাতিয়ার করল গেরুয়া শিবির।

Advertisement

অমিত শাহ সেখানে প্রচারে গিয়ে জানান, বাংলাদেশি মহিলারা এখানে এসে বিয়ে করলে সম্পত্তির অধিকার পাবে না। বিষয়টি নিয়ে তাঁরা চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। মঙ্গলবার সরাসরি নিশানা করেন ওয়াকফ বোর্ডকে। কার্যত হুঙ্কার দিয়ে বলেন, “কর্নাটক থেকে আমরা শিক্ষা নিয়েছি। সেখানে ওয়াকফ বোর্ড প্রচুর জমি দখল করেছে। এখানেও হয়েছে। ফলে অনেক মানুষ ভিটেছাড়া হয়েছে। আমাদের লক্ষ্য এইসব বেআইনিভাবে দখল করা জমি উদ্ধার করে আদিবাসীদের ফিরিয়ে দেওয়া। যে কারণে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতেই হবে।”

আর ভোটব্যাঙ্কের জন্য রাহুল গান্ধী ও হেমন্ত সোরেন ওয়াকফ বোর্ডে পরিবর্তনের বিরোধিতা করছেন। তাঁর অভিযোগ, বিরোধিতা করে লাভ হবে না। আমরা বাংলাদেশিদের ফেরত পাঠাবই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement