সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল সকাল সাড়ে ৯ টার সময় শুরু হবে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। কিন্তু, নয়াদিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে তৎপরতা শুরু হয়ে গেল তাঁর অনেক আগে থেকেই। সোমবার সাতসকালেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দীর্ঘক্ষণ একান্তে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর কথা বললেন নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির সঙ্গেও। সবশেষে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক।
Delhi: Union Home Minister Amit Shah arrives at the Parliament. He will speak in Rajya Sabha at 11 am and in Lok Sabha at 12 pm today. pic.twitter.com/odN52wDLIa
— ANI (@ANI) August 5, 2019
কাশ্মীরে সেনা তথা রাজনৈতিক কার্যকলাপ ক্রমশ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। উপত্যকাজুড়ে নানা ধরনের গুজব এবং জল্পনাও ছড়িয়েছে। এরই মধ্যে নয়াদিল্লির অতিসক্রিয়তা চোখে পড়ার মতোই। গতকালই জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রীদের বলা হয় সংসদের অধিবেশন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে হবে বৈঠক। সেইমতো মন্ত্রীরাও আসেন সকাল সাড়ে ৯টা নাগাদ। কিন্তু, ততক্ষণে প্রধানমন্ত্রীর কার্যকলাপ শুরু হয়ে গিয়েছে। একান্তে তিনি দীর্ঘক্ষণ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে। প্রায় ১ ঘণ্টা বৈঠক হয়েছে সরকারের নম্বর ১ ও নম্বর ২-এর মধ্যে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার পরই নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির সঙ্গে বৈঠক করেছেন মোদি। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বৈঠকটি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই বৈঠকেই কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে সেকথা বলাই বাহুল্য। যদিও, উপত্যকা নিয়ে সরকার ঠিক কী পদক্ষেপ করছে তা আন্দাজ করাও অসম্ভব।স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, আজই সংসদে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবেন অমিত শাহ।
আসলে, অকস্মাৎ অমরনাথ যাত্রা বাতিল এবং কাশ্মীরে অতিরিক্ত ৩৫ হাজার সেনা কর্মী মোতায়েন করা, সবশেষে গতরাতে উপত্যকার তিন গুরুত্বপূর্ণ নেতাকে গৃহবন্দি করা এবং শ্রীনগর জুড়ে মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে ১৪৪ ধারা জারি করা। মোদি সরকারের একের পর এক কার্যকলাপ কাশ্মীরে কোনও বড় পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। অথচ, সরকার ঠিক কী চাইছে সে সম্পর্কে কারও কাছে কোনও তথ্য নেই। এই পরিস্থিতিতে নয়াদিল্লির এই তৎপরতা জল্পনা আরও বাড়াবে সন্দেহ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.