সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, আবারও যেন সংবাদ শিরোনামে উঠে আসছে রাম মন্দির ইস্যু৷ যাতে বাড়তি মাত্রা যোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ শুক্রবার, হায়দরাবাদের একটি জনসভা থেকে রাম মন্দির নির্মাণ ইস্যুতে কর্মীদের উদ্দেশ্যে চরম বার্তা দিয়েছেন তিনি৷ ইঙ্গিত পূর্ণ মন্তব্যে জানিয়েছেন, ২০১৯-এর লোকসভা ভোটের আগেই রাম মন্দির তৈরি হবে৷ এমনটা তাঁর আশা৷ এরপরেই শাহের সমালোচনায় মুখর হয়েছেন বিরোধীরা৷ একটি বিচারাধীন মামলার বিষয়ে কেমন ভাবে এই মন্তব্য করতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, এই বিষয়ে প্রশ্ন তুলেতে শুরু করেছেন অনেকে৷ চাপের মুখে পড়ে অবশেষে শনিবার, এই ইস্যুতে মুখ খুলেছে বিজেপি৷ নিজেদের অবস্থান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে জানিয়েছে, অমিত শাহের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে৷ এমন কোনও বিষয় তাঁদের অ্যাজেন্ডা বা কর্মসূচিতে নেই৷
[টুইটারে তিন লক্ষ ফলোয়ার্স খোয়ালেন নরেন্দ্র মোদি, জানেন কেন?]
AShah in Hyd says Mandir will be built b4 the Parl elections
Qs is Shah going to write the judgment when the SCourt is deciding the Title dispute,& whether Masjid is essential feature of Islaam
It is better if the issue / Judgment given after Parl Elections for free & fair Elec— Asaduddin Owaisi (@asadowaisi) July 14, 2018
শুক্রবার বিতর্কের সূত্রপাত করেন বিজেপির কেন্দ্রীয় কার্যকারিণী সমিতির সদস্য পি শেখরজি৷ একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, রাম মন্দির নির্মাণের বিষয়ে চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ জানিয়েছেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেই নির্মিত হবে রাম মন্দির৷ এরপরেই অমিত শাহ ও বিজেপির সমালোচনায় মুখর হয় বিরোধীরা৷ সমালোচনায় মুখ খোলেন আসাদউদ্দিন ওয়েইসির মতো কট্টর ইসলামপন্থী নেতারা৷ প্রশ্ন তোলেন, যে ইস্যুটিকে দেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত বলে চিহ্নিত করেছে, রাম মন্দিরের মতো সেই বিচারাধীন ইস্যুতে কোন যুক্তিতে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ এখানেই শেষ নয়, বিতর্ক উসকে তাঁর আরও প্রশ্ন, ২০১৯-এর লোকসভা ভোটেই আগেই যে রাম মন্দির ইস্যুতে রায় শোনাবে শীর্ষ আদালত, তেমনটাই বা শাহ জানলেন কী করে?
[বিনা টিকিটের যাত্রায় রেকর্ড পরিমাণ লক্ষ্মীলাভ রেলের]
Yesterday in Telangana, BJP President Shri @AmitShah didn’t make any statement on the issue of Ram Mandir as being claimed in certain sections of the media. No such matter was even on the agenda.
— BJP (@BJP4India) July 14, 2018
বিতর্কের রেশ এতটাই প্রবল যে, তা সামাল দিতে শনিবার ময়দানে নামতে হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে৷ দলীয় বার্তায় জানাতে হয়েছে, শাহের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে৷ এমন কোনও পরিকল্পনা তাঁদের কর্মসূচিতে নেই৷ তবে এরপরেও মিটছে না বিতর্ক৷ রাজনৈতিক প্রশ্ন, রাম মন্দির নির্মাণ তো প্রথম থেকেই গেরুয়া শিবিরের অন্যতম কর্মসূচি হিসাবে গণ্য হত৷ তবে এখন কেন নিজেদের কর্মসূচি থেকে রাম মন্দির নির্মাণের মতো ইস্যুকে বাদ দিল পদ্ম শিবির?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.