Advertisement
Advertisement
অমিত শাহ

‘দিল্লি ও সংলগ্ন এলাকায় প্রত্যেকের করোনা পরীক্ষা হোক’, সর্বদল বৈঠকে দাবি কংগ্রেসের

রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকার করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Amit Shah held an all-party meeting to discuss coronavirus situation

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:June 15, 2020 2:12 pm
  • Updated:June 15, 2020 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লি ও তৎসংলগ্ন এলাকার প্রত্যেক নাগরিকের করোনা পরীক্ষা করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডাকা সর্বদল বৈঠকে এমনটাই দাবি জানিয়ে এল কংগ্রেস (Congress)। সোমবার রাজধানী সংলগ্ন এলাকার করোনা পরিস্থিতি নিয়ে একটি সর্বদল বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন, বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি (SP) এবং বহুজন সমাজ পার্টির (BSP) প্রতিনিধিরা।

সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কংগ্রেসের প্রতিনিধি দাবি করেছেন দিল্লি এবং এনসিআর এলাকাকে করোনামুক্ত করতে হলে প্রত্যেক বাসিন্দার করোনা পরীক্ষা জরুরি। যাদের যাদের করোনা হয়েছে তাঁদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকার আর্থিক সাহায্য এবং চতুর্থ বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের অস্থায়ী রেসিডেন্ট ডাক্তার হিসেবে ব্যবহার করারও দাবি জানিয়েছেন কংগ্রেসের প্রতিনিধি। কংগ্রেস একা নয়, সব দলের প্রতিনিধিরাই এদিনের বৈঠকে আরও বেশি বেশি করোনা পরীক্ষার দাবি তুলেছেন।

[আরও পড়ুন: হাতিয়ার আইনস্টাইনের বিখ্যাত উক্তি, লকডাউন নিয়ে মোদিকে বেনজির কটাক্ষ রাহুলের]

রাজধানী দিল্লি এবং আশেপাশের এলাকাকে করোনামুক্ত করার বিষয়টি কেন্দ্র যে একটু বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে, রবিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠকের পরই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। সূত্রের খবর, সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনৈতিক দলগুলিকে আশ্বস্ত করেছেন, রাজধানী দিল্লি এবং আশেপাশের এলাকাগুলিকে করোনামুক্ত করতে সবরকম পদক্ষেপ করবে কেন্দ্র। অমিত শাহ রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের জানিয়েছেন, আগামী ২০ জুনের মধ্যে দিল্লিতে দৈনিক ১৮ হাজারের বেশি করোনা পরীক্ষার পরিকাঠামো তৈরি হয়ে যাবে। পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ৫০ শতাংশ খরচ কমানোর নির্দেশ দেওয়া হবে বলেও সর্বদল বৈঠকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

[আরও পড়ুন: যাত্রীমৃত্যু রুখতে নয়া ভাবনা, এবার চলন্ত ট্রেনে রাখা হচ্ছে ‘লাইফ সেভিং ড্রাগ বক্স’]

উল্লেখ্য, রবিবারই দিল্লির পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজল-সহ রাজধানীর শীর্ষ আমলারা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, রাজধানীকে করোনামুক্ত করতে বদ্ধপরিকর মোদি সরকার। সেজন্য রাজ্য সরকারকে সবরকমভাবে সাহায্য করবেন তাঁরা। কেন্দ্রের তরফে এদিন দিল্লির হাসপাতালগুলিতে বেডের সংকট মেটাতে, রাজ্যকে ৫০০ ট্রেনের কোচ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অমিত শাহ ঘোষণা করেছেন, আগামী দু’দিন দিল্লিতে আগের থেকে করোনা পরীক্ষার হার দ্বিগুণ করা হবে। দিন’ছয়েকের মধ্যে এই পরীক্ষার সংখ্যাটা করা হবে ৩ গুণ। কয়েকদিনের মধ্যে প্রত্যেক ভোটকেন্দ্রে শুরু হবে করোনা পরীক্ষা। ভারত সরকার দিল্লিকে সবরকম চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement