Advertisement
Advertisement
Amit Shah

‘এক দেশ, এক নির্বাচন’ পরিকল্পনায় গতি আনতে বৈঠক! কোবিন্দের বাসভবনে শাহ

শাহ'র সঙ্গে বৈঠকে ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রীও।

Amit Shah held a meeting at former President Ram Nath Kovind's residence | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 7, 2023 11:02 am
  • Updated:September 7, 2023 11:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গতি আনতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বুধবার কেন্দ্রের গঠিত এই সংক্রান্ত কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত করলেন কমিটির সদস্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও। তিনি অবশ্য কমিটির বৈঠকে বিশেষ আমন্ত্রিত হিসেবেই থাকবেন।

প্রকাশ্যে এই বৈঠকে সৌজন্য সাক্ষাত বলেই তুলে ধরা হলেও প্রায় এক ঘণ্টার বৈঠকে কমিটি যাতে খুব শীঘ্রই কাজ শুরু করে দেয় এবং বৈঠক ডাকে, তা নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, নির্বাচন কমিশন ‘এক দেশ, এক নির্বাচন’-এর জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, কমিশন ‘আইনি বিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করতে প্রস্তুত’। এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, “আমাদের কাজ সময়ের আগে নির্বাচন করা। সংবিধান ও জনপ্রতিনিধিত্ব আইনে সেই সময় বেঁধে দেওয়া হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: সম্মেলনের প্রস্তুতি তুঙ্গে, ‘জি-২০ ইন্ডিয়া’ নামে নয়া অ্যাপ আনল কেন্দ্র]

চলতি মাসেই সংসদের বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরই জল্পনা শুরু হয় যে বিশেষ অধিবেশনে “এক দেশ, এক নির্বাচন” বিল পেশ করতে পারে। এই বিল যদি পাশ হয়, তবে দেশে একই সময়ে লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভা আয়েজিত হবে। এই প্রস্তবনা খতিয়ে দেখতে ও তা নিয়ে আলোচনা করতেই একটি কমিটিও গঠন করে কেন্দ্র। কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আট সদস্যের এই কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার প্রাক্তন সাংসদ গুলাম নবি আজাদ। বাকি সদস্যরা হলেন, ১৫তম অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এনকে সিং, লোকসভার প্রাক্তন সচিব জেনারেল ড: সুভাষ সি কশ্যপ, বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে।

[আরও পড়ুন: মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া…, মোদির একাধিক প্রকল্পেই রয়েছে India]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement