Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

‘দক্ষিণেও মোদি ম্যাজিক, ফলেই দেখতে পাবেন’, মনোনয়ন জমা দিয়ে ‘চারশো পারে’র হুঙ্কার শাহর

শুক্রবার লোকসভা ভোটের প্রথম পর্বের দিনই গান্ধীনগর কেন্দ্রে মনোনয়ন জমা দিতে আসেন শাহ। পরে সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে দাবি করতে দেখা যায়, এবার ৪০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে এনডিএ।

Lok Sabha Election 2024: Amit Shah files nomination from Gandhinagar Lok Sabha seat
Published by: Biswadip Dey
  • Posted:April 19, 2024 3:02 pm
  • Updated:April 19, 2024 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনোনয়ন জমা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার লোকসভা ভোটের(Lok Sabha Election 2024) প্রথম পর্বের দিনই গান্ধীনগর কেন্দ্রে মনোনয়ন জমা দিতে আসেন তিনি। পরে সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে দাবি করতে দেখা যায়, এবার ৪০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে এনডিএ। দক্ষিণ ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) জনপ্রিয়তা কতটা বেড়েছে তা নির্বাচনে প্রতিফলিত হবে বলেই জানান শাহ।

তাঁকে বলতে শোনা যায়, ”আমার বিশ্বাস এবার দক্ষিণে আমাদের প্রদর্শন সর্বকালের সেরা হতে চলেছে। তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটত- এই রাজ্যগুলোয় আমরা দারুণ ফল করব। এই প্রথম দক্ষিণ ভারতে প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা এতটাই বেড়েছে, যার জোরে আমরা প্রচুর ভোট পাব।”

Advertisement

[আরও পড়ুন: ইজরায়েলি ড্রোন গুলি করে নামাল ইরান, দেশজুড়ে বন্ধ বিমান পরিষেবা, সতর্কতা জাহাজেও]

প্রসঙ্গত, ২০১৪ সালে বিজেপি তামিলনাড়ুতে ৫.৫ শতাংশ ভোট পেয়েছিল। তা ২০১৯ সালে কমে ৩.৭ শতাংশে পৌঁছায়। যদিও কেরলে ১০ শতাংশ থেকে বেড়ে ১২.৯৩ শতাংশ হতে দেখা গিয়েছে প্রাপ্ত ভোট। যদিও দুই রাজ্যেই একটিও আসন পায়নি বিজেপি। দক্ষিণ ভারতে একমাত্র কর্নাটকেই বিজেপির শক্তিশালী ঘাঁটি রয়েছে। গতবার ২৮ আসনের মধ্যে ২৫ আসন পেয়েছিল বিজেপি। তাই এবার তামিলনাড়ু ও কেরলেই বেশি জনসভা করতে দেখা গিয়েছে মোদিকে। ‘৪০০ পার’ করতে হলে যে দক্ষিণ ভারতে অনেক আসন জিততে হবে, তা জানে গেরুয়া শিবির। এদিন অমিত শাহর কথাতেও সেই ইঙ্গিতই ধরা পড়ল।

এদিকে এদিন শাহ আরও বলেন, “আমি গান্ধীনগর আসন থেকে লোকসভা নির্বাচনে লড়তে মনোনয়ন জমা দিয়েছি। এটা অত্যন্ত গর্বের বিষয় যে বিজেপি আমাকে সেই আসনের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে যেখান থেকে শ্রদ্ধেয় লালকৃষ্ণ আদবানি, শ্রদ্ধেয় অটলবিহারী বাজপেয়ী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে প্রতিনিধিত্ব করেছিলেন। গত ৩০ বছর ধরে আমি এই আসনের বিধায়ক ও সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছি।” পাশাপাশি মনোনয়ন জমা দেওয়ার এই মুহূর্তকে ‘বিজয় মুহূর্ত’ বলেও উল্লেখ করেছেন অমিত শাহ ৷

[আরও পড়ুন: শুরু পালটা মার! ইরানে মিসাইল হামলা ইজরায়েলের, নিশানায় পরমাণু কেন্দ্র?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement