Advertisement
Advertisement
Amit Shah Fake Video Case

অমিত শাহর নামে ভুয়ো ভিডিও ছড়িয়েও কঠিন শাস্তি নয়! আদালতে ‘স্বস্তি’ কংগ্রেস কর্মীদের

অমিত শাহর ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে পাঁচ কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

Amit Shah Fake Video Case: Telangana High Court orders no coercive action against Congress workers

নিজস্ব চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:May 7, 2024 4:58 pm
  • Updated:May 7, 2024 5:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভুয়ো ভিডিও ছড়িয়েও কঠিন শাস্তির মুখে পড়তে হচ্ছে না তেলেঙ্গানার কংগ্রেস কর্মীদের। তেলেঙ্গানা হাই কোর্ট জানিয়ে দিল, ওই পাঁচ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে পারবে না তদন্তকারীরা। তবে, তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় কোনও বাধা নেই। আপাতত তাঁরা থাকবেন বিচারবিভাগীয় হেফাজতে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি ভাইরাল ভিডিও নিয়ে গত কয়েকদিনে উত্তাল জাতীয় রাজনীতি। ভিডিওতে দেখা যাচ্ছে, লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছেন অমিত শাহ (Amit Shah)। সেখানে তাঁকে বলতে শোনা যায়, আগামী দিনে দেশ থেকে তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির সংরক্ষণ তুলে দেওয়া হবে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি-সহ কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতা এই ভিডিও শেয়ার করে তোপ দেগেছেন বিজেপিকে।

Advertisement

[আরও পড়ুন: বাম ছাত্রনেতা থেকে কংগ্রেসের প্রার্থী, কানহাইয়া কুমারের সম্পত্তি কত?

শুরু থেকেই বিজেপির (BJP) দাবি ছিল, অমিত শাহের বিরুদ্ধে অপপ্রচার করতেই এমন ভুয়ো ভিডিও প্রচার করছে হাত শিবির। ভাইরাল ভিডিওর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিজেপি আলাদাভাবে অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশের কাছে। দিল্লি পুলিশ তদন্ত শুরু করে পাঁচ কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তারির বিরুদ্ধে তেলেঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস কর্মীরা।

[আরও পড়ুন: উপত্যকায় বড় সাফল্য, সেনা অভিযানে খতম লস্করের শীর্ষ কম্যান্ডার-সহ ৩ জঙ্গি

ওই পাঁচ কংগ্রেস কর্মীর করা আবেদনের ভিত্তিতে তেলেঙ্গানা হাই কোর্ট গত ৩ মে এক রায়ে জানিয়েছে, দিল্লি পুলিশ বা রাজ্য সরকার ওই পাঁচ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে কড়া কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। তবে তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement