Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

ছাব্বিশেই বাংলা দখল, সংসদে দাঁড়িয়ে রাজনীতির কথা শাহের মুখে, প্রতিবাদ তৃণমূলের

শাহী দাবিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।

Amit Shah claims BJP to win Bengal Assembly Elections 2026
Published by: Subhajit Mandal
  • Posted:March 27, 2025 9:19 am
  • Updated:March 27, 2025 9:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বছর পরই বাংলা দখল করে নেবে বিজেপি। সংসদ ভবনে দাঁড়িয়ে একটি বিলের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে পুরোদস্তুর রাজনীতির কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিকভাবেই প্রতিবাদ এল তৃণমূলের তরফ থেকে।

বুধবার লোকসভায় ত্রিভুবন সহকারি ইউনিভার্সিটি বিলের উপর জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরারাষ্ট্রমন্ত্রী দাবি করেন ছাব্বিশের পরই ‘বাংলায় পদ্ম ফুটবে, আয়ুষ্মান ভারত প্রকল্পও চালু হবে।’ অমিত শাহ এদিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ আনেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। রাজধানী দিল্লিও দখল করেছে। সেখানকার মানুষ এতদিন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতেন না। এবার থেকে পাবেন। তাঁরা চিকিৎসা ক্ষেত্রে ৫ লাখ টাকার সুবিধা পাবেন।”

Advertisement

এর আগে এই বিলের উপর আলোচনায় অংশগ্রহণ করে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, শাহকে নিশানা করেন। আমূলের মত কো-অপারেটিভের স্বয়ংশাসিত ব্যবস্থা নষ্ট হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশও করেছিলেন শাহ যখন এ কথা বলছেন, তখনই প্রতিবাদ শুরু করেন তৃণমূল সাংসদরা। তখনই অমিত শাহ বলেন, ‘দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে। আগামী বছর পশ্চিমবঙ্গেও কমল ফুটবে। তখন সেই রাজ্যের মানুষও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন।’

সংসদে দাঁড়িয়ে অমিত শাহর এই দাবিকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। ২০২১ বিধানসভা নির্বাচনের আগেও অমিত শাহ একাধিকবার দাবি করেন যে বিজেপির বাংলা দখল সময়ের অপেক্ষা। রাজ্যে দু’শোর বেশি আসন পাওয়ার দাবিও শোনা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। কার্যক্ষেত্রে দেখা যায়, দু’শো তো দূর, একশোর ধারেকাছেও যেতে পারেনি গেরুয়া শিবির। তৃণমূল বলছে, সংসদে দাঁড়িয়ে শাহের করা ওই দাবির যে বিশেষ গুরুত্ব নেই সেটা আগের ফলাফলেই স্পষ্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub