Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

নগদকাণ্ডে বিচারপতি বর্মার বিরুদ্ধে কী পদক্ষেপ? মুখ খুললেন অমিত শাহ

শুক্রবারই নগদকাণ্ডে বিচারপতি যশবন্ত বর্মার বদলিতে সিলমোহর দিয়েছে কেন্দ্র।

Amit Shah Breaks Silence On ‘Cash Controversy’ At Judge’s Residence
Published by: Subhajit Mandal
  • Posted:March 29, 2025 4:33 pm
  • Updated:March 29, 2025 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি হাই কোর্টের বিচারপতির বাড়িতে টাকা উদ্ধার কাণ্ডে বিচারব্যবস্থা যেমন প্রশ্নের মুখে, তেমনই বিরোধীরা নিশানা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকেও। বিরোধীদের কেউ কেউ ঘুরিয়ে প্রশ্ন তুলছেন, ওই বিচারপতির বাড়িতে উদ্ধার হওয়া টাকার উৎস কোনও না কোনওভাবে শাসকদলের সঙ্গে সম্পর্কিত হতেই পারে। এতদিন এই বিতর্ক নিয়ে কার্যত মৌন ছিল কেন্দ্র। অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নগদকাণ্ড নিয়ে মুখ খুললেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহ বলছেন, “আমাদের বিচারব্যবস্থায় এই ধরনের পরিস্থিতি তৈরি হলে সিদ্ধান্ত নেয় বিচারপতিদের কমিটি। এক্ষেত্রেও সুপ্রিম কোর্টের কমিটি তদন্ত করছে। ওই কমিটি সিদ্ধান্ত নেবে। তারপর সেটা প্রকাশ্যে আনা হবে। আমার মনে হয়, এক্ষেত্রেও আমাদের বিচারপতিদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত।”

Advertisement

শাহ জানিয়েছেন, বিচারপতিদের যে কমিটি তদন্ত করছে, কেন্দ্র সেই কমিটিকে সবরকমভাবে সাহায্য করছে। দিল্লি সরকার ও দিল্লি পুলিশের কাছে নথি চেয়েছে আদালত, সেসব তাঁদের দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, “এই মুহূর্তে এফআইআর দায়ের করা আমাদের এক্তিয়ারভুক্ত নয়। একমাত্র দেশের প্রধান বিচারপতির অনুমতি পেলে তবেই এফআইআর দায়ের করা সম্ভব। সুপ্রিম কোর্টের কমিটির সিদ্ধান্ত এলেই সেটা প্রকাশ্যে আনা হবে।”

উল্লেখ্য, শুক্রবারই নগদকাণ্ডে বিচারপতি যশবন্ত বর্মার বদলিতে সিলমোহর দিয়েছে কেন্দ্র। বিচারপতি বর্মাকে নিয়ে নিজেদের সুপারিশপত্র কেন্দ্রের কাছে পাঠিয়েছিল কলেজিয়াম। তাঁর ভিত্তিতেই শুক্রবার সিদ্ধান্ত নেয় মোদি সরকার। কেন্দ্রের অনুমোদনের ফলে এবার দিল্লি হাই কোর্ট থেকে এলাহাবাদ হাই কোর্টে সরানো হবে বিচারপতি বর্মাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub