সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবরীমালা ইস্যুতে ভক্তদেরই পাশে থাকার বার্তা দিল কেন্দ্রের শাসনে থাকা বিজেপির৷ শনিবার কেরলের এক জনসভায় অবস্থান আরও স্পষ্ট করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ কেরলের বাম সরকারকে কার্যত একহাত নিয়ে ভক্তগণের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি৷ ক্ষোভ উগড়ে দিয়ে জানালেন, পুলিশ ও প্রশাসনকে ভক্তদের বিরুদ্ধে ব্যবহার করছে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন সরকার৷ সমালোচনা করেন প্রায় দু’হাজার মানুষের গ্রেপ্তারিরও৷ যাঁদের মধ্যে অনেকেই বিজেপি ও আরএসএস-এর সমর্থক বলে সূত্রের খবর৷
[সেনার দাপটে নাকাল উপত্যকার জঙ্গিরা, ছ’মাসের বেশি বাঁচছে না কেউ]
এদিনের জনসভার শুরুতেই ‘স্বামী স্মরণং আয়াপ্পা’ মন্ত্রজপ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ এরপর বলেন, “আয়াপ্পা ভক্তদের পাশে রয়েছে বিজেপি৷ এই মুহূর্তে কেরলে মানুষের ধর্মীয় ভাবাবেগের সঙ্গে এবং রাজ্য সরকারের বর্বরতার লড়াই চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ জারি করার নামে এই অন্যায় অত্যাচার বন্ধ করুক রাজ্য সরকার৷ যেভাবে সরকার শীর্ষ আদালতের রায়কে বলবত করতে চাইছে, তা মানতে পারছেন না রাজ্যের মহিলারা৷ হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে রাজ্যের বাম সরকার৷” রাজ্যের শাসনে থাকা বাম সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ”আগুন নিয়ে খেলা করা বন্ধ করুন৷”
[অন্যান্য মুখ্যমন্ত্রীদের পিছনে ফেলে গুগল সার্চে শীর্ষে যোগী]
সুপ্রিম কোর্টের রায়ে সবরীমালা মন্দির ১০-৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গিয়েছে৷ শীর্ষ আদালতের রায়ে মন্দিরে প্রবেশের নির্দেশ রয়েছে সকল বয়সের মহিলাদেরই৷ কিন্তু রায় ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কেরল৷ শীর্ষ আদালতের রায় মেনে মন্দিরে মহিলারা প্রবেশে গেলে তাঁদের পথ আটকান ভক্তরা৷ কেবল পুরুষই নয়, তালিকায় মহিলারাও রয়েচেন৷ প্রথা মতে, ১০ বছর থেকে ৫ বছরের ঋতুমতী মহিলার সবরীমালা মন্দিরে প্রবেশে করতে পারতেন না৷ এই রীতিই ভাঙতে রাজি নন ভক্তরা৷ কারণ, তাঁদের বিশ্বাস সবরীমালা মন্দিরের দেবতা ‘আয়াপ্পা’ চিরকুমার। ইতিমধ্যে এই ঘটনায় প্রায় দু’হাজার জনকে গ্রেপ্তার করেছে কেরল পুলিশ৷ মন্দিরের সামনে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ৷ এই ইস্যুতে ভক্তদেরই পাশে থাকার বার্তা দিয়েছে কেন্দ্রের শাসনে থাকা বিজেপি সরকার৷ রাজ্যের ক্ষমতায় থাকা বাম সরকারকে প্রবল আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.