Advertisement
Advertisement

Breaking News

‘ষড়যন্ত্র করতে INDIA নাম নিয়েছে ওরা’, বিরোধীদের আক্রমণ শাহর

'তোষণ আর দুর্নীতির রাজনীতি করছে', অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর।

Amit Shah attacks INDIA bloc। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:September 17, 2023 10:35 am
  • Updated:September 17, 2023 10:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিরোধী জোটের নয়া নামকরণ নিয়ে ‘ইন্ডিয়া’ (INDIA bloc) শিবিরকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার বিহারের মধুবনিতে বিজেপির এক জনসভায় তিনি বলেন, “আগে ওরা ইউপিএ নাম দিয়ে জোট করে ১২ লক্ষ কোটি টাকারও বেশি দুর্নীতি করেছে। এবার ওরা নতুন নাম দিয়ে দুর্নীতি করার ষড়যন্ত্র করছে। রেলমন্ত্রী থাকার সময় লালুপ্রসাদ যাদব বড় দুর্নীতি করেছিলেন। ইউপিএ নাম নিয়ে ওরা ফিরতে পারবে না বুঝতে পেরে, ওরা ওদের নতুন জোটের নাম রেখেছে ‘ইন্ডি’ জোট। ওদের জোটের নেতারা রাখিবন্ধন, জন্মাষ্টমীতে ছুটি বাতিল করে, রামচরিতমানসকে অসম্মান করে। সনাতন ধর্মকে রোগের সঙ্গে তুলনা করে। ওরা আসলে শুধু তোষণ আর দুর্নীতির রাজনীতি করছে।”

উল্লেখ‌্য, বিরোধীদের নয়া জোট ‘ইন্ডিয়া’কে ‘ইন্ডি’ জোট নামেই আক্রমণ করছে গেরুয়া শিবির। শুক্রবার এর কারণ ব‌্যাখ‌্যা করেছেন বিজেপি নেতা তথা সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বলেন, “কিছু লোক বলছেন ইন্ডিয়া অ‌্যালায়েন্স, কিন্তু বলা উচিত ইন্ডি অ‌্যালায়েন্স। জোট শব্দটি দুবার বলা ঠিক নয়।” শাহ বিহারে আরজেডি-জেডিইউ জোটকে ‘তেলে-জলে’ জোট বলেও কটাক্ষ করেছেন। তাঁর মতে, তেলে-জলে যেমন মিশ খায় না, তেমনই বিহারে লালু-নীতীশের জোটও ‘অবাস্তব’।

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা, গুচ্ছ প্রকল্পের উদ্বোধনে মোদি]

কয়েকদিন আগেই ইন্ডিয়া জোট সনাতন ধর্মকে (Sanatan Dharma) বিনষ্ট করতে চায় বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “সনাতন ধর্মকে শেষ করতে চাইছে ইন্ডিয়া জোট। স্বামী বিবেকানন্দ, লোকমান্য তিলকের মতো ব্যক্তিত্বকে অনুপ্রেরণা দিয়েছে যে সনাতন ধর্ম, তাকেই দেশ থেকে মুছে ফেলতে চাইছে ইন্ডিয়া জোট। আজ প্রকাশ্যে আমাদের ধর্মের উপর আক্রমণ করছে, কাল দেশের মানুষের উপর হামলা চালাবে। দেশের সমস্ত সনাতনী মানুষকে ইন্ডিয়া জোট থেকে সতর্ক থাকতে হবে। যারা দেশকে ভালোবাসেন, তাঁদের উচিত ইন্ডিয়া জোটকে রুখে দেওয়া।” এবার বিরোধী জোটকে আক্রমণ করলেন শাহও।

[আরও পড়ুন: ‘আগামী নির্বাচনগুলি আসলে ধর্ম ও অধর্মের লড়াই’, মন্তব্য স্মৃতি ইরানির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement