Advertisement
Advertisement
Amit Shah

কংগ্রেস বিধায়করা চিনা পণ্যের মতো, যখন তখন দল বদলায়: অমিত শাহ

কংগ্রেসকে নিশানা স্বরাষ্ট্রমন্ত্রীর।

Amit Shah attacks Congress in Telengana | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:November 26, 2023 4:24 pm
  • Updated:November 26, 2023 4:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোড়া কেনাবেচা, নির্বাচিত সরকার ফেলে দেওয়া, দলবদল। গত পৌনে ১০ বছরের মোদি রাজত্বে এই শব্দগুলি বড্ড বেশি শোনা গিয়েছে। একাধিক রাজ্যে দেখা গিয়েছে কংগ্রেসের নির্বাচিত বিধায়করা দল বদলে বিজেপিতে যোগ দিচ্ছেন। এমনকী গোটা সরকারই রাতারাতি বদলে যেতে দেখা গিয়েছে। নিন্দুকেরা বলেন, এসবের নেপথ্যেই রয়েছেন অমিত শাহ। সেই অমিত শাহই বলছেন, কংগ্রেস (Congress) বিধায়করা চিনা পণ্যের মতো। ভরসা করা যায় না। যে কোনও সময় দল বদলে ফেলতে পারেন।

এই মুহূর্তে তেলেঙ্গানায় ভোটপ্রচারে অমিত শাহ (Amit Shah)। তাঁর বক্তব্য, তেলেঙ্গানায় বিআরএস তথা কে চন্দ্রশেখর রাওয়ের বিকল্প হতে পারে শুধু বিজেপি (BJP), কংগ্রেস নয়। কারণ কংগ্রেসের পক্ষে নিজেদের দলের বিধায়কদের ধরে রাখাও সম্ভব নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন,”কংগ্রেস বিধায়করা আসলে চিনা পণ্যের মতো। যে কোনও সময় বিআরএসে যোগ দেবে।”

Advertisement

[আরও পড়ুন: খাস ক্যানিংয়েই শওকত মোল্লার পোস্টারে কালি, ছেঁড়া হল ব্যানার, কাঠগড়ায় ISF]

শাহের অভিযোগ, বিআরএস এবং কংগ্রেসের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়েছে। কংগ্রেস চাইছে তেলেঙ্গানায় কে চন্দ্রশেখর রাওকে (KCR) মুখ্যমন্ত্রীর মসনদে বসাতে। বদলে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রীর কুরসিতে রাহুল গান্ধীকে বসাতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। দুই দল নিজেদের মধ্যে আঁতাঁত করে চলছে। শাহের দাবি, দরকার পড়লে কংগ্রেসের বিধায়করা বিআরএসে যোগ দিয়ে চন্দ্রশেখর রাওকে মুখ্যমন্ত্রী করে দেবেন।

[আরও পড়ুন: শুভেন্দুর ‘দাদাগিরি’, থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার]

মজার কথা হল, কংগ্রেস বিধায়কদের দলবদলের কিসসা যিনি শোনাচ্ছেন, তাঁর বিরুদ্ধেই সবচেয়ে বেশি দল বদল করানোর অভিযোগ ওঠে। রাজনীতির কারবারিদের কেউ কেউ বলছেন, কংগ্রেস বিধায়করা কতটা সস্তা শাহ তো সেটা জানবেনই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement