Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

সম্পূর্ণ সুরক্ষিত হবে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত, সময় বেঁধে দিলেন অমিত শাহ

ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তির গ্যাজেটও।

Amit Shah assures to secure Pakistan and Bangladesh border completely within 2 years | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 2, 2023 10:13 am
  • Updated:December 2, 2023 10:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের দুটি প্রধান সীমান্ত আগামী দু বছরের মধ্যে সম্পূর্ণ সুরক্ষিত করা হবে। এমনই জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি এও জানিয়েছেন যে, এই দুটি ফ্রন্ট বরাবর প্রায় ৬০ কিলোমিটার প্রসারিত ফাঁকগুলি বন্ধ করার কাজ চলছে। শুক্রবার বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) ৫৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিক কুচকাওয়াজ থেকে অভিবাদন গ্রহণের পর এই বক্তব্য পেশ করেন অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি (PM Narendra Modi) সরকার ক্ষমতায় আসার পর থেকে গত ৯ বছরে ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৫৬০ কিলোমিটারের মধ্যে বেড়া দেওয়া হয়েছে এবং ফাঁকগুলো বন্ধ করেছে। ভারতের পশ্চিম ও পূর্ব দিকের এই দুটি সীমান্তের সব ফাঁকগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের যেখানে বেড়া তৈরি করা খুব কঠিন, সেখানে উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে গ্যাজেট ব্যবহার করা হবে। ভারত-পাকিস্তানের (India-Pakistan) মধ্যে ২২৯০ কিলোমিটার এবং ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্তের ৪০৯৬ কিলোমিটার এলাকায় দীর্ঘ নদী, পাহাড়ি এলাকা, জলাভূমি। সেখানে বেড়া তৈরি করা কঠিন। তাই এসব এলাকায় উন্নত প্রযুক্তির গ্যাজেট (Gadget) ব্যবহার করা হবে।

Advertisement

[আরও পড়ুন: স্ত্রীর নগ্ন ছবি স্বামীকে পাঠিয়ে টাকা আদায়ের ছক! ফিল্মি কায়দায় যুবককে ধরল পুলিশ]

অমিত শাহর আরও বক্তব্য, সীমান্ত সুরক্ষিত না থাকলে একটি দেশের উন্নতি হয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার সেই কাজও করে দেখাবে বলে আত্মবিশ্বাসী তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৪৫২ টি নতুন সীমান্ত চৌকি ও ৫১০টি পর্যবেক্ষণ টাওয়ার তৈরি হয়েছে। ৬৩৭টি সীমান্ত পোস্টে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আগামী ২ বছরের মধ্যে ওই সব সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন অমিত শাহ।

[আরও পড়ুন: চিকিৎসকের থেকে ২০ লক্ষ টাকা ঘুষ! গ্রেপ্তার খোদ ইডি আধিকারিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement