Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

‘পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠান’, ‘যুদ্ধ’ পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার্তা শাহর

ইতিমধ্যেই পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

Amit Shah asked CMs to identify and send back Pakistanis
Published by: Anwesha Adhikary
  • Posted:April 25, 2025 1:51 pm
  • Updated:April 25, 2025 2:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত পাকিস্তানিদের চিহ্নিত করে ফের‍ত পাঠান। সব রাজ্যের মুখ্য়মন্ত্রীদের এই নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ইতিমধ্যেই পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বাতিল হয়েছে পাকিস্তানিদের ভিসাও। তবে শাহী নির্দেশিকা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জেরে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ। নয়াদিল্লির তরফে হামলার পরদিনই ঘোষণা করা হয়েছে, পাকিস্তানিদের ভারতে প্রবেশ নিষিদ্ধ। ভারতে বর্তমানে যেসমস্ত পাকিস্তানিরা রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে। সেই সঙ্গে ঘোষণা করে দেওয়া হয়, আগামী দিনে আর কোনও পাক নাগরিক ভারতের ভিসা পাবে না। এমনকী সার্ক দেশভুক্ত দেশগুলিকে যে বিশেষ ‘এসভিইএস’ ভিসা দেওয়া হয় সেটাও বাতিল করা হবে। পাক নাগরিকদের মধ্যে যারা মেডিক্যাল ভিসায় এ দেশে রয়েছেন, আগামী ২৯ এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে তাঁদেরও।

পাক নাগরিকদের দেশ ছাড়ার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সূত্রের খবর, সময়সীমা শেষ হওয়ার পরেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন অমিত শাহ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রত্যেক রাজ্য খুঁজে দেখতে হবে কতজন পাকিস্তানি রয়েছেন। তাঁদের দ্রুত ফেরত পাঠাতে হবে। তবে প্রশ্ন উঠছে, লং টার্ম ভিসাধারী পাকিস্তানিদের কী হবে? কলকাতার গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ‘লং টার্ম ভিসা’ বা ‘এলটিভি’ নিয়ে ৩০ জন পাকিস্তানি রয়েছেন কলকাতায়। তাঁদের মধ্যে একটি বড় অংশই গৃহবধূ। এই পাক-বধূদের মধ্যে কয়েকজন অনেক বছর ধরেই রয়েছেন কলকাতায়।

নিয়ম অনুযায়ী, পাকিস্তান থেকে বিবাহসূত্রে কেউ ভারতে এলে বিবেচনার পর প্রথমে তাঁকে পাঁচ বছরের জন্য ‘এলটিভি’ দেওয়া হয়। এর পর থেকে এক বা দু’বছরের ভিসা দেওয়া হয়। সেই ভিসা পুনর্নবীকরণের জন্য পাক নাগরিকদের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয় গোয়েন্দাদের। শাহের নতুন নির্দেশের,পর প্রশ্ন উঠছে, তাহলে লং টার্ম ভিসাধারীদেরও এবার ভারত ছাড়তে হবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub