হিন্দিকে জাতীয় ভাষা করার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি দিবসে ‘এক দেশ এক ভাষা’র পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সাফ জানালেন, ভারতের উন্নতি ও অগ্রগতির লক্ষ্যে একটি জাতীয় ভাষার প্রয়োজন রয়েছে৷ এবং একমাত্র হিন্দিই সেই ভাষা হতে পারে৷ কারণ এটি দেশের বহুল প্রচারিত ভাষাই৷
[ আরও পড়ুন: সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এনআরসি-র পূর্ণাঙ্গ তালিকা, নামের পাশে স্টেটাস উল্লেখ ]
শনিবার সকালে হিন্দিতে টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ টুইটে অমিত লিখেন, ‘‘হিন্দি ভাষাই একমাত্র ভারতের ঐক্যকে ধরে রাখতে পারে। কারণ, বহুভাষী এই দেশে, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই ভাষাতেই কথা বলেন৷ দেশের সব ভাষারই বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে৷ তবে এই আন্তর্জাতিক স্তরে ভারতের পরিচিতির জন্য একটা নির্দিষ্ট ভাষা খুবই প্রয়োজন। এই দেশের কোনও একটি ভাষা যদি ঐক্য ও উন্নতির ধারাকে অটুট রাখতে পারে, তবে তা বহুল প্রচলিত হিন্দি ভাষাই।’’ পাশাপাশি, হিন্দির সঙ্গে মাতৃভাষাকেও গুরুত্ব দেওয়ার আরজি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
[ আরও পড়ুন: গণধর্ষণের পর আধ কিলোমিটার রাস্তা দৌড়ে বাঁচল নগ্ন কিশোরী ]
भारत विभिन्न भाषाओं का देश है और हर भाषा का अपना महत्व है परन्तु पूरे देश की एक भाषा होना अत्यंत आवश्यक है जो विश्व में भारत की पहचान बने। आज देश को एकता की डोर में बाँधने का काम अगर कोई एक भाषा कर सकती है तो वो सर्वाधिक बोले जाने वाली हिंदी भाषा ही है। pic.twitter.com/hrk1ktpDCn
— Amit Shah (@AmitShah) September 14, 2019
অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দির পক্ষে সওয়াল করতেই, দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ৷ তামিলনাডুতে বিক্ষোভে নেমেছে ডিএমকে ও এআইএডিএমকে৷ অমিত শাহের বিরুদ্ধে সরব হয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী৷ সমালোচনা করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধিতা করেছেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েসি৷
Hindi isn’t every Indian’s “mother tongue”. Could you try appreciating the diversity & beauty of the many mother tongues that dot this land? Article 29 gives every Indian the right to a distinct language, script & culture.
— Asaduddin Owaisi (@asadowaisi) September 14, 2019
India’s much bigger than Hindi, Hindu, Hindutva https://t.co/YMVjNlaYry
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.