Advertisement
Advertisement

হিন্দি দিবসে ‘এক দেশ এক ভাষা’র পক্ষে সওয়াল অমিত শাহের, সরব বিরোধীরা

হিন্দিকে জাতীয় ভাষা করার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

Amit Shah Appeals For Hindi As India's National Language

হিন্দিকে জাতীয় ভাষা করার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

Published by: Tanujit Das
  • Posted:September 14, 2019 3:49 pm
  • Updated:September 14, 2019 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি দিবসে ‘এক দেশ এক ভাষা’র পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সাফ জানালেন, ভারতের উন্নতি ও অগ্রগতির লক্ষ্যে একটি জাতীয় ভাষার প্রয়োজন রয়েছে৷ এবং একমাত্র হিন্দিই সেই ভাষা হতে পারে৷ কারণ এটি দেশের বহুল প্রচারিত ভাষাই৷

[ আরও পড়ুন: সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এনআরসি-র পূর্ণাঙ্গ তালিকা, নামের পাশে স্টেটাস উল্লেখ ]

Advertisement

শনিবার সকালে হিন্দিতে টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ টুইটে অমিত লিখেন, ‘‘হিন্দি ভাষাই একমাত্র ভারতের ঐক্যকে ধরে রাখতে পারে। কারণ, বহুভাষী এই দেশে, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই ভাষাতেই কথা বলেন৷ দেশের সব ভাষারই বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে৷ তবে এই আন্তর্জাতিক স্তরে ভারতের পরিচিতির জন্য একটা নির্দিষ্ট ভাষা খুবই প্রয়োজন। এই দেশের কোনও একটি ভাষা যদি ঐক্য ও উন্নতির ধারাকে অটুট রাখতে পারে, তবে তা বহুল প্রচলিত হিন্দি ভাষাই।’’ পাশাপাশি, হিন্দির সঙ্গে মাতৃভাষাকেও গুরুত্ব দেওয়ার আরজি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

[ আরও পড়ুন: গণধর্ষণের পর আধ কিলোমিটার রাস্তা দৌড়ে বাঁচল নগ্ন কিশোরী ]

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দির পক্ষে সওয়াল করতেই, দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ৷ তামিলনাডুতে বিক্ষোভে নেমেছে ডিএমকে ও এআইএডিএমকে৷ অমিত শাহের বিরুদ্ধে সরব হয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী৷ সমালোচনা করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধিতা করেছেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েসি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement