নন্দিতা রায়, নয়াদিল্লি: দিল্লিতে বিজেপির (BJP) রাষ্ট্রীয় অধিবেশনেও উঠল সন্দেশখালি প্রসঙ্গ। রবিবার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এ প্রসঙ্গে সরব হলেন বিজেপি বিধায়ক তথা মহিলা মোর্চার সম্পাদক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। উত্তর ২৪ পরগনার ওই এলাকায় নারী নির্যাতনের অভিযোগ তুলে অগ্নিমিত্রার দাবি, মহিলা বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সন্দেশখালির ঘটনা গোটা বাংলার মাথাব্যথার কারণ হয়েছে বলে অভিযোগ তাঁর। এদিনের অধিবেশনে অমিত শাহর কথাতেও এল পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। তিনি অবশ্য খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তোষণ ও তোলাবাজি ইস্যুতে নিশানা করলেন শাসকদল তৃণমূলকে (TMC)।
রাজধানীতে তিনদিনের রাষ্ট্রীয় অধিবেশন চলছে বিজেপির। রবিবার সেখানে বাংলা থেকে বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে বিজেপির রাজনৈতিক পথ নিয়ে আলোচনায় অংশ নেন অগ্নিমিত্রা। সেখানেই বলেন, ”বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের সাহায্যে উন্নয়নের পথে বাধা দেন মমতা। তৃণমূল ক্যাডার ও রোহিঙ্গাদের সুযোগ দেওয়া হচ্ছে।
সন্দেশখালির শেখ শাহজাহান সেখানকার মহিলাদের উপর প্রচণ্ড অত্যাচার করেছে, অথচ বিধানসভায় দাঁড়িয়ে তাঁকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মহিলা বিরোধী বাংলার মুখ্যমন্ত্রী। সারা বাংলাই আজ সন্দেশখালি (Sandeshkhali)।”
আর বাংলার শাসকদলকে নিশানা করতে গিয়ে অমিত শাহর (Amit Shah) হাতিয়ার ইন্ডিয়া জোট, তোষণ, তোলাবাজি। আর্থিক দুর্নীতি প্রসঙ্গে তাঁর মুখে শোনা গেল সারদার নাম। বলেন, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে। এক মন্ত্রীর থেকেই ৫৫ কোটির বেশি টাকা পাওয়া গিয়েছে। অমিত শাহর আরও কটাক্ষ, ”মমতার লক্ষ্য ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। কংগ্রেস, তৃণমূল এখন তোষণের রাজনীতি করে ভোটব্যাঙ্কের অপব্যবহার করছে। পশ্চিমবঙ্গে মমতার রাজত্বে বিজেপির হাজার হাজার কর্মী হিংসার শিকার। তিনশোর বেশি লোকের মৃত্যু হয়েছে। ধারাবাহিকভাবে ভোটে হিংসা হয়ে চলেছে।”
তাঁদের এই বক্তব্যের পালটা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর প্রতিক্রিয়া, “সন্দেশখালিতে যা হচ্ছে সেটা অতিরঞ্জিত, সেটা সাজানো। প্রথম দুদিন জমি, তৃতীয় দিন পুকুর, চতুর্থ দিন নন-পেমেন্ট – কোনওটাই কাজে দিল না। পঞ্চম দিন থেকে হঠাৎ লাগাতার নারী নির্যাতন। উন্নাও, হাথরাস, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মণিপুর এগুলো দেখতে পাচ্ছেন না? লজ্জা করছে না অমিত শাহের? গোটা দেশের কলঙ্ক এবং বেদনার কারণ হচ্ছে বিজেপি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.