ফাইল চিত্র
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লোকসভা নির্বাচনের আগে দলকে পেপটক দিতে ফের বঙ্গসফর অমিত শাহর। একাধিক কর্মসূচি নিয়ে চলতি মাসের শেষে আবারও বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী।
জানা গিয়েছে, আগামী ২৮ জানুয়ারি রাতে দমদম বিমানবন্দরে নামবেন শাহ (Amit Shah)। পরের দিন অর্থাৎ ২৯ জানুয়ারি মেচেদার কর্মীসভায় যোগ দেবেন তিনি। এরপরই কলকাতা ফিরে দুপুরে সায়েন্স সিটিকে দলীয় কর্মীসভা রয়েছে তাঁর। চব্বিশের নির্বাচনকে মাথায় রেখে কর্মীদের বিশেষ বার্তা দিতে পারেন শাহ। ঠিক করে দিতে পারেন লড়াইয়ের রোডম্যাপও। এর পর হোটেলে রাজ্যনেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওই দিনই রাতে ফিরে যাওয়ার কথা তাঁর।
দলের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট বাংলার লোকসভা আসনের লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছতে পারছে না। বঙ্গ বিজেপির অন্দরে আদি-নব্য কোন্দলে এখনও প্রলেপ পড়েনি। রাজ্যনেতাদের ব্যর্থতা ও কাজকর্মে ইতিমধ্যেই বিরক্তি প্রকাশ করেছেন অমিত শাহ (Amit Shah)। ড্যামেজ কন্ট্রোল করতে গত ২৬ ডিসেম্বর বাংলায় এসেছিলেন তিনি। কলকাতায় দু’দফায় সাংগঠনিক বৈঠক করে বঙ্গ নেতাদের কড়া বার্তা দেন ক্ষুব্ধ শাহ। এবারও একদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
একুশের নির্বাচনে স্বপ্নভঙ্গ হওয়ার পর থেকেই বাংলায় দলের গ্রাফ ক্রমশ নামছে। বুথে সংগঠন নেই। আদি-নব্য দ্বন্দ্ব প্রকট আকার নিয়েছে। এই পরিস্থিতিতে একুশের বিধানসভা ভোটের পর একের পর এক নির্বাচন ও উপনির্বাচনে পরাজয় হয়েছে। তবে দলকে চাঙ্গা রাখতে আসন্ন লোকসভায় ৩৫ আসনে জয়ের ডাক দিয়েছেন অমিত শাহ। সেই লক্ষ্যেই রাজ্যনেতাকে কাজের নির্দেশ নেওয়া হয়েছে। এবার বঙ্গ সফরে কী বার্তা দেন শাহ, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.