Advertisement
Advertisement

হাওয়ালায় যুক্ত কেজরি, দিল্লিবাসীর টাকায় বিজ্ঞাপন কলকাতায়: শাহ

পুরনিগমের ভোটে জিতে হ্যাট্রিক করতে চায় বিজেপি৷

Amit Shah accuses Arvind Kejriwal of indulging in Hawala trade
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 25, 2017 12:09 pm
  • Updated:December 27, 2019 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির পুরনিগম ভোটে জিতে বিজেপির ‘হ্যাট্রিক’ করার লক্ষ্যে আম আদমি পার্টির বিরুদ্ধে জোরাল আক্রমণ শানালেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বললেন, “কেজরিওয়ালের সরকার দুর্নীতিগ্রস্ত৷ সাধারণ মানুষ আসন্ন পুরনিগম নির্বাচনে আম আদমির সরকারকে উচিত শিক্ষা দেবে৷” খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের৷

মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি (এমসিডি) নির্বাচনের আগে শনিবার বিজেপির দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে সভা করেন অমিত শাহ৷ কর্মীদের বার্তা দেন, সম্প্রতি বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছে বিজেপি৷ এবার দিল্লি পুরনিগম ভোটেও ভাল ফল করলে ভবিষ্যতে দিল্লি বিধানসভা দখলের সময় খানিকটা ফ্রন্টফুটে থাকবে বিজেপি৷ শাহ বলেন, “গোটা দেশ গেরুয়া রঙের হয়ে যাচ্ছে৷ দিল্লিই একমাত্র সাদা দাগ৷” সেই দাগ মুছে ফেলতে উদয়াস্ত পরিশ্রম করে বিজেপিকে ভোটে জেতানোর ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশ্বস্ত সেনাপতি৷

শাহ আরও বলেন, “২০১৪-র পর বিজেপি প্রায় সর্বত্র জিতে এসেছে৷ ব্যতিক্রম দিল্লি ও বিহার৷” রাজধানীর পুরনিগম নির্বাচনে জিতে রাজধানীতেও দলের গেরুয়া পতাকা ওড়াতে চান বলে আজ দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করেন অমিত শাহ৷ পাশাপাশি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতিগ্রস্ত বলেও আক্রমণ করেন তিনি৷ বলেন, “এত কম সময়ে আপ-এর মতো কোনও দল বিপুল দুর্নীতিতে লিপ্ত হয়নি৷ দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীর মুখ্যসচিবকে গ্রেপ্তার করেছে সিবিআই৷” রাজধানীতে জল, রাস্তার আলোর মতো প্রাথমিক চাহিদা মেটাতেও কেজরিওয়াল সরকার দুর্নীতি করেছে বলে আজ দাবি করেন অমিত শাহ৷

পাশাপাশি, কেজরিওয়াল হাওয়ালা ব্যবসার সঙ্গে জড়িত বলেও বিস্ফোরক মন্তব্য করেন শাহ৷ ওয়াকফ বোর্ডের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী দুর্নীতি করেছেন, অভিযোগ বিজেপি সভাপতির৷ শাহ বলেন, “দিল্লির সাধারণ মানুষের টাকা আম আদমি পার্টি গুজরাট, কলকাতা ও অন্যান্য রাজ্যে বিজ্ঞাপনের পিছনে খরচ করছে৷” প্রশাসনিক কাজকর্মের জন্য বিজেপিই যে সবচেয়ে স্বচ্ছ দল সে কথাও এদিন বলতে ভোলেননি অমিত শাহ৷ এদিনের অনুষ্ঠানে অমিত শাহের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়্ডু, নির্মলা সীতারমণ, জিতেন্দ্র সিং, হর্ষবর্ধন, বিজয় গোয়েল ও দিল্লিতে বিজেপির প্রধান মনোজ তিওয়ারি উপস্থিত ছিলেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement