Advertisement
Advertisement
জঙ্গি

ভারতে বড়সড় নাশকতার ছক, কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় ৪০০ পাকিস্তানি জঙ্গি

মদত দিচ্ছে পাকিস্তানের সেনা ও সেদেশের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)।

Amidst India-China military stand-off, over 400 terrorists ready to infiltrate Line of Control (LoC)

ছবি: প্রতীকী

Published by: Soumya Mukherjee
  • Posted:June 28, 2020 2:04 pm
  • Updated:June 28, 2020 2:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে চলছে করোনাসুরের তাণ্ডব। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক কোটির গণ্ডি। মৃত্যু হয়েছে পাঁচ লক্ষের বেশি। ভারতেও রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯০৬ জন। মৃত্যু হয়েছে ৪১০ জনের। অন্যদিকে গালওয়ান উপত্যকায় হওয়া সংঘর্ষের জেরে ভারত আর চিনের মধ্যে তৈরি হওয়া টেনশনের পারদও ক্রমশ বাড়ছে। এই সুযোগে ভারতে বড়সড় নাশকতার সুযোগ খুঁজছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। আর এই কাজে তাদের পুরো মদত দিচ্ছে পাকিস্তানের সেনা ও সেদেশের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)।

সম্প্রতি ভারতীয় গোয়েন্দাদের তরফে স্বরাষ্ট্রমন্ত্রককে সতর্ক করা হয়েছে, গালওয়ান উপত্যকায় ভারতের সঙ্গে চিনের সেনার সংঘর্ষ হওয়ার পর থেকেই সুযোগ খুঁজছে পাকিস্তান। এই পরিস্থিতির মধ্যে কাশ্মীর সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ করিয়ে ভারতের বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষছে তারা। এর জন্য মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সদস্যদের কাশ্মীর সীমান্তের ওপারে থাকা বিভিন্ন ঘাঁটিগুলিতে জড়ো করেছে। একাধিক জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের সীমান্তে ওপারে থাকা পাকিস্তানের সেনাঘাঁটিগুলিতেও ঘুরতে দেখা যাচ্ছে। জঙ্গিদের পাশাপাশি পাকিস্তানের সেনা বাহিনীর বর্ডার অ্যাকশন টিম (BAT)-এর সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়েছে কাশ্মীর সীমান্তে কর্তব্যরত ভারতীয় জওয়ানদের উপর হামলা চালানোর জন্য।

Advertisement

[আরও পড়ুন: লাদাখ ইস্যুতে লাগাতার আক্রমণ রাহুলের, কড়া জবাব দিলেন অমিত শাহ]

এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কাশ্মীরের গুর্জ সেক্টরের ওপারে ২৫ থেকে ৩০ জন লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদ জঙ্গি অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে। মসকুইটো সেক্টরের ওপারে থাকা পাকিস্তানের জঙ্গি লঞ্চিং প্যাডে রয়েছে ৪০ জনের বেশি আল বদর, জইশ ও লস্কর জঙ্গি। কেরন সেক্টরের ওপার থেকে কুপওয়ারাতে ঢোকার জন্য অপেক্ষা করছে টেররিস্ট রিভাইভাল ফ্রন্ট (TRF), লস্কর ও জইশের ৭০ জন সদস্য। তাংধার সেক্টরের ওপারে ৫০ জঙ্গি থাকার পাশাপাশি ভারতীয় জওয়ানদের উপর হামলা চালানোর জন্য প্রস্তুত পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম। এছাড়া ১০ জঙ্গি নাউগাম সেক্টরে, উরিতে ২৫ জন, ভীমভার গালিতে ৪০ জন রয়েছে।

[আরও পড়ুন: করোনা সন্দেহে ভরতি নেয়নি হাসপাতাল, উত্তরপ্রদেশে বিয়ের দিনে মৃত্যু তরুণীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement