প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় বছর দেড়েক বাদে দেশে নতুন করে উদ্বেগ বাড়ানো শুরু করেছে করোনা (Coronavirus)। এর নেপথ্যে অনেকেই করোনার নয়া উপরূপ JN.1-কে দায়ী করছে। কারণ যাই হোক, নতুন করে করোনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে এই মারণ রোগের বলি হয়েছেন ৭ জন।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৩। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য কম। আগের দিন প্রায় ৮০০ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। চিন্তা বাড়াচ্ছে নতুন সাব-ভ্যারিয়েন্ট JN.1। ইতিমধ্যেই দেশজুড়ে ১৬০ জনের বেশি রোগীর দেহে মিলেছে এই ভ্যারিয়েন্ট। শুধু ডিসেম্বর মাসেই এই সংখ্যাটা ১৪৩।
একদিনে আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭ জনের। এ পর্যন্ত সব মিলিয়ে করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩৩ হাজার ৩৫৮ জনের। নতুন করে বাড়তে শুরু করেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। আপাতত দেশের হাসপাতালগুলিতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ হাজার ৯১ জন।
স্বাভাবিকভাবেই করোনার এই পরিসংখ্যানে উদ্বেগ বাড়ছে জনমানসে। তবে সরকার এবারে সতর্ক। ইতিমধ্যেই প্রত্যেক রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। বিশেষ করে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রবীণ নাগরিকদের। তবে এখনই উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্র। WHO ইতিমধ্যেই জানিয়েছে, এই নয়া সাব ভ্যারিয়েন্ট আগের মতো ভয়ঙ্কর নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.