Advertisement
Advertisement

Breaking News

মুখ্যমন্ত্রী পারিকরের শারীরিক অবস্থার অবনতি, গোয়া বাঁচাতে মরিয়া বিজেপি

সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দল, গোয়া হাতছাড়া হতে পারে গেরুয়া শিবিরের৷

Amid Concerns Over Parrikar's Health, BJP leadership will rush To Goa
Published by: Tanujit Das
  • Posted:March 17, 2019 3:18 pm
  • Updated:March 17, 2019 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে শাসকদল বিজেপি৷ রাজ্যের একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে তাদের সরকার গড়ার সুযোগ দেওয়া হোক৷ ইতিমধ্যে গোয়ার রাজ্যপালের দরবারে এই জানিয়েছে কংগ্রেস৷ বিজেপির অভিযোগ, রাজ্যের নির্বাচিত সরকার ফেলে দেওয়ার জন্য সবরকমের চেষ্টা চালাচ্ছে তাঁরা৷ সূত্রের খবর, পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, বিপর্যয় সামাল দিতে দিল্লি থেকে গোয়া যাচ্ছেন কেন্দ্রীয় জাহাজ ও সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি৷ সেখানে পৌঁছেই দলের বর্তমান ১৩ বিধায়ক ও জোটসঙ্গীদের ৯ বিধায়কের সঙ্গে জরুরি বৈঠক করবেন তিনি৷ বর্তমান মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায়, নয়া মুখ্যমন্ত্রীর নাম নিয়েও আলোচনা হতে পারে উক্ত বৈঠকে৷ এমনই জানা গিয়েছে বিজেপি সূত্রে৷

[প্রার্থী ঘোষণায় গড়িমসি, আজ ফের অমিতের মুখোমুখি দিলীপ-রাহুলরা ]

Advertisement

বিধানসভায় ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় বর্তমানে সংখ্যাগরিষ্ঠ দল কংগ্রেসই৷ তাঁদের ঝুলিতে রয়েছে ১৪ জন। সঙ্গে এনসিপি-র আরও এক বিধায়ক৷ বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডি’সুজার মৃত্যুর পর গেরুয়া শিবিরের বিধায়ক সংখ্যা কমে হয়েছে ১৩ জন। এছাড়া বিজেপির সমর্থনে রয়েছেন তিন জোটসঙ্গীর তিনজন অর্থাৎ মোট ন’জন বিধায়ক৷ দীর্ঘদিন ধরেই কঠিন অসুখে ভুগছেন গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর৷ অর্থাৎ একদিকে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা, পাশাপাশি, মুখ্যমন্ত্রীর অসুস্থতা৷ দুই বিপদের সম্মুখীন হয়েছে গেরুয়া শিবির৷ আর এই সুযোগকে হাতছাড়া করতে নারাজ বিরোধী কংগ্রেস৷ ইতিমধ্যে গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে চিঠি লিখেছে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ চেয়েছে হাত শিবির৷

[‘পাঁচ-সাত বছরেই ভারতের অন্তর্ভুক্ত হবে পাকিস্তান’, দাবি আরএসএস নেতার]

বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কেভলেকর জানিয়েছেন, বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডি’সুজার মৃত্যুর পর মনোহর পরিকরের সরকার সংখ্যালঘু হয়ে গিয়েছে। এমনিতেও এই সরকারের উপর মানুষের বিশ্বাস নেই৷ সমর্থন নেই। আগামী দিনে বিধায়ক সংখ্যা আরও কমতে পারে। ফলে এমন একটি দলকে আর এক মুহূর্তও ক্ষমতায় থাকতে দেওয়া উচিত না৷ একক সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গড়ার সুযোগ দেওয়া উচিত। অসুস্থ পারিকরের সঙ্গে শনিবারই সাক্ষাৎ করেন বিজেপির জোটসঙ্গী গোয়া ফরোয়ার্ড পার্টির নেতা বিজয় সরদেশাই৷ তিনি জানান, ‘মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে৷ তিনি আপাতত সুস্থ রয়েছেন৷ লাইভ সাপোর্ট সিস্টেমের দ্বারা তাঁর শ্বাস-প্রশ্বাস চলছে৷’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement