Advertisement
Advertisement

Breaking News

China

ইউক্রেন যুদ্ধে জন্ম নয়া সমীকরণের? শিগগিরি দেশে আসবেন চিনের বিদেশমন্ত্রী!

গালওয়ান সংঘর্ষের পরে এদেশে আসেননি বেজিংয়ের কোনও প্রতিনিধি।

Amid border tension China foreign minister may visit Delhi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 23, 2022 4:52 pm
  • Updated:March 23, 2022 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালে লাদাখে (Ladakh) চিনা (China) আগ্রাসনের পর থেকে ক্রমেই সম্পর্কের অবনতি হয়েছে দুই দেশের। সেই টেনশন কমেনি। এই পরিস্থিতিতেই এবার দেশে আসতে পারেন চিনের বিদেশমন্ত্রী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনটাই। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বেজিংয়ের বিদেশমন্ত্রী ওয়াং ই কয়েকদিনের মধ্যেই নয়াদিল্লিতে আসতে পারেন। তিনি সাক্ষাৎ করবেন বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে।

লাদাখ সীমান্তে উত্তেজনার পরে অবশ্য এর আগেও দু’বার সাক্ষাৎ হয়েছে তাঁদের। ২০২০ সালের জুনে গালওয়ানে চিনা আগ্রাসনের অব্যবহিত পরেই সেপ্টেম্বরে মস্কোয় সাক্ষাৎ হয়েছিল ওয়াং ই ও জয়শংকরের। পরের বছর ২০২১ সালে তাজিকিস্তানের ডুশানবে শহরে ফের তাঁদের মোলাকাত হয়েছিল। কিন্তু চিনের মন্ত্রী ভারতে এলে সেক্ষেত্রে যে ওই সাক্ষাতের তাৎপর্য আরও বেশি হবে, তা বলা বাহুল্য।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশকে হেলায় উড়িয়ে বিশ্বকাপ সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল মিতালির ভারত]

এমাসের গোড়াতেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন ওয়াং ই। জানিয়েছিলেন, গত কয়েক বছরে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি হয়েছে। কিন্তু আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি হতে পারে। এবার শোনা যাচ্ছে, ভারতেই আসছেন চিনের বিদেশমন্ত্রী। এদিকে জয়শংকরও সম্প্রতি মুখে খুলেছিলেন চিনের সঙ্গে সম্পর্ক নিয়ে। জানিয়েছিলেন, ভারত চিনের সঙ্গে লাদাখ সীমান্ত ইস্যু নিয়ে নিয়মিতই আলোচনা চালাচ্ছে।

২০২০ সাল থেকেই পূর্ব লাদাখে (Eastern Ladakh) মুখোমুখি ভারত ও চিনের সেনাবাহিনী। গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে ওঠে প্যাংগং হ্রদ সংলগ্ন ফিঙ্গার এলাকাগুলিতে। সেখানেই অল্পের জন্য যুদ্ধের হাত থেকে রক্ষা পায় পরমাণু শক্তিধর দুই দেশ। তবে লাগাতার আলোচনার মাধ্যমে গতবছরের ফেব্রুয়ারি মাসে প্যাংগং (Pangong) থেকে ফৌজ সরিয়ে নিয়েছে দুই দেশ। এবার গোটা পূর্ব লাদাখ জুড়ে সেনা প্রত্যাহারের উদ্দেশে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। এই পরিস্থিতিতে চিনের বিদেশমন্ত্রীর ভারত সফর ঘিরে বাড়ছে জল্পনা।

[আরও পড়ুন: এ কেমন নাটক তালিবানের? মেয়েদের স্কুল খোলার পরই ডিগবাজি জেহাদিদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement