Advertisement
Advertisement

Breaking News

Arun Yogiraj

রামলালার মূর্তি বানিয়েছিলেন, সেই অরুণকে ভিসা দিল না আমেরিকা

'নথিপত্র সব ঠিকঠাকই জমা দিয়েছিলাম', দাবি অরুণের।

America refuses visa to Ayodhya Ram Lalla sculptor Arun Yogiraj
Published by: Amit Kumar Das
  • Posted:August 14, 2024 4:34 pm
  • Updated:August 14, 2024 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রামলালার মূর্তি বানিয়ে শিরোনামে উঠে আসা শিল্পী অরুণ যোগীরাজকে ( Arun Yogiraj) ভিসা দিল না আমেরিকা। আগামী ৩০ আগস্ট এক অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা যাওয়ার কথা ছিল অরুণের। তবে শেষ মুহূর্তে ভিসা বাতিল হওয়ায় আপাতত যাওয়া হচ্ছে না তাঁর। তবে কেন তাঁর ভিসা বাতিল করা হল সে বিষয়ে গ্রহণযোগ্য কোনও ব্যাখ্যাও মার্কিন প্রশাসনের তরফে দেওয়া হয়নি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বিশ্ব কন্নড় কনফারেন্সে যোগ দিতে ৩০ আগস্ট আমেরিকার ভার্জিনিয়াতে যাওয়ার কথা ছিল অরুণের। তবে ভিসা না মেলায় শেষ মুহূর্তে শিল্পী ও তাঁর পরিবার। পরিবারের দাবি, এর আগে অরুণের স্ত্রী আমেরিকায় গিয়েছেন তখন কোনও সমস্যা হয়নি। হঠাৎ ওনার ভিসা কেন বাতিল করা হল সে বিষয়েও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। অরুণ নিজেও বলেন, আমি সব নথিপত্র ঠিকঠাক করে জমা দিয়েছিলাম। তারপরও কেন এটা হল আমি নিজেও জানি না।

Advertisement

[আরও পড়ুন: গাড়িতে বিজেপির পতাকা, ভেতরে দুই যুবতীর সঙ্গে যৌনতায় মত্ত যুবক! ভাইরাল ভিডিও]

প্রসঙ্গত, বছরে ২ বার বিশ্ব কন্নড় কনফারেন্সের আয়োজন করা হয় আমেরিকায়। উদ্দেশ্য আমেরিকা-সহ আমেরিকা সহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা কন্নড় সম্প্রদায়ের মানুষদের এক ছাতার নিচে আনা। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও যেতে না পারায় মার্কিন প্রশাসনের উপর অসন্তুষ্ট রামলালার নির্মাতা।

[আরও পড়ুন: রক্তাক্ত কাশ্মীর! ডোডায় তল্লাশি অভিযানে সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ সেনা আধিকারিক]

উল্লেখ্য, চলতি বছর অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠা করা হয় রামলালার মূর্তি। বিরাট জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অরুণের তৈরি করা রামলালার সেই মূর্তি দেশ তথা গোটা বিশ্বে প্রশংসিত হয়। অরুণ নিজে বলে, তিনি যখন মূর্তি বানান সেই সময় মূর্তির চেহারা আর প্রাণ প্রতিষ্ঠার পর মূর্তির চেহারা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। আমি নিজে প্রথমে দেখে বিশ্বাস করতে পারিনি এই মূর্তি আমারই তৈরি। যা গত ৭ মাস ধরে আমি তৈরি করেছি। মূর্তির সেই পরিবর্তন ঐশ্বরিক বলে দাবি করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement