সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার বিপাকে ই-কমার্স সংস্থা আমাজন। এবার বিদেশী এই সংস্থার বিরুদ্ধে ভারতের মানচিত্র বিকৃত করার অভিযোগ উঠেছে। অভিযোগ, আমাজন কানাডার পক্ষ থেকে ভারতের মানচিত্র বিক্রি করা হচ্ছে। কিন্তু সেখানে ভারতের পূর্ণাঙ্গ মানচিত্রটি নেই। অর্থাৎ সীমান্তের যে সমস্ত অংশগুলি নিয়ে ইতিমধ্যে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও চিনের সঙ্গে ভারতের বিবাদ রয়েছে, সেই অংশগুলিকেই ছেঁটে ফেলা হয়েছে।
দিল্লি বিজেপি মুখপাত্র তাজিন্দার পাল সিং বাগ্গা নজরে বিষয়টি প্রথম আসে। এরপরেই তিনি টুইট করে সবাইকে জানান এবং ই-কমার্স সংস্থাটির ওয়েবসাইট থেকে সেটিকে তুলে নেওয়ার কথাও বলেন। দেখা গিয়েছে, ‘ডিআইওয়াইথিঙ্কার’ নামে একটি সংস্থা আমাজন কানাডার মাধ্যমে ওই মানচিত্রটি বিক্রি করছে। মূল্য ২৫.৩৫ কানাডিয়ান ডলার বা ভারতীয় মুদ্রায় ১১৯০ টাকা। এরপরেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে আমাজনের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা সমস্ত ব্যাপারটি খতিয়ে দেখছি। আমরা কখনই নির্ধারিত নিয়মের বাইরে যাই না। সবসময় নিয়ম-নীতিগুলি মেনে চলার চেষ্টা করি।’
@amazon @amazonca @AmazonHelp is selling distorted Map of India.Its unacceptable. Remove this from ur website & stop selling immediately pic.twitter.com/zpFm3xlTXC
— Tajinder Pal S Bagga (@TajinderBagga) 6 May 2017
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও একইরকমভাবে বিপাকে পড়েছিল সংস্থাটি। ভারতের পতাকার ছবি আঁকা পাপোশ বিক্রি করায় কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাশাপাশি জানিয়েছিলেন, অবিলম্বে ক্ষমাপ্রার্থনা না করা হলে বহুজাতিক ওই সংস্থার কর্তাদের ভারতে আসার ক্ষেত্রে ভিসা দেওয়া হবে না৷ সুষমার চরম হুঁশিয়ারির পরেই টনক নড়ে আমাজনের। সরিয়ে নেওয়া হয় সেই প্রোডাক্টটি। এমনকী ক্ষমা চাওয়া হয় বলেও খবর। যদিও এরপরেও বিকিয়েছে মহাত্মা গান্ধী-ছাপ চপ্পল ও গণেশের ছবি সমেত স্কেটবোর্ড। সম্প্রতি যা নিয়েও তৈরি হয়েছিল জোর বিতর্ক। এরপর ফের এই ঘটনায় বিতর্কে জড়াল সংস্থাটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.