Advertisement
Advertisement

জাতীয় পতাকার অবমাননা, আমাজনকে চরম হুঁশিয়ারি সুষমার

সংস্থাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে৷

Amazon must withdraw all products insulting our national flag immediately: Sushma Swaraj
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2017 9:20 pm
  • Updated:January 11, 2017 9:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ই-কমার্স সাইট ‘আমাজন’-কে চরম হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। গত কয়েকদিন ধরে ভারত বিরোধী বেশ কিছু পণ্য এই অনলাইন শপিং সাইট থেকে বিক্রি হওয়ার ফলে এই প্রতিক্রিয়া মন্ত্রীর৷

মন্ত্রী জানিয়েছেন, ভারতের জাতীয় পতাকার অবমাননা করে এমন পণ্য বিক্রি করার জন্য সংস্থাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে৷ এর পাশাপাশি দেশের মানহানি করে এমন কোনও দ্রব্যও সংস্থা বিক্রি করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন সুষমা৷ মন্ত্রীর সাফ কথা, আগামী ১৫ দিনের মধ্যে যদি ভারত বিরোধী পণ্যের বিজ্ঞাপন যদি ওয়েবসাইট থেকে না সরিয়ে নেয় সংস্থা, তবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ৷ দেশকে অপমান করার শাস্তি হিসাবে কোনও আমাজন আধিকারিককে দেশে আসার জন্য ভিসা দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মন্ত্রী৷

Advertisement

প্রসঙ্গত, অনলাইন শপিং ওয়েবসাইট ‘আমাজন’-এ ভারত বিরোধী বহু দ্রব্যেরই বিজ্ঞাপন থাকে৷ গত কয়েকদিন আগে জাতীয় পতাকার মতো দেখতে পাপোস এই সাইটে বিক্রি হচ্ছিল৷ আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া মন্তব্য মন্ত্রীর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement