সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ই-কমার্স সাইট ‘আমাজন’-কে চরম হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। গত কয়েকদিন ধরে ভারত বিরোধী বেশ কিছু পণ্য এই অনলাইন শপিং সাইট থেকে বিক্রি হওয়ার ফলে এই প্রতিক্রিয়া মন্ত্রীর৷
মন্ত্রী জানিয়েছেন, ভারতের জাতীয় পতাকার অবমাননা করে এমন পণ্য বিক্রি করার জন্য সংস্থাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে৷ এর পাশাপাশি দেশের মানহানি করে এমন কোনও দ্রব্যও সংস্থা বিক্রি করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন সুষমা৷ মন্ত্রীর সাফ কথা, আগামী ১৫ দিনের মধ্যে যদি ভারত বিরোধী পণ্যের বিজ্ঞাপন যদি ওয়েবসাইট থেকে না সরিয়ে নেয় সংস্থা, তবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ৷ দেশকে অপমান করার শাস্তি হিসাবে কোনও আমাজন আধিকারিককে দেশে আসার জন্য ভিসা দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মন্ত্রী৷
@SushmaSwaraj Madam. Amazon Canada must be censured and warned not to sell India flag doormats. Please take action. pic.twitter.com/td4KXlDUQL
— Atul Bhobe (@atulbhobe) January 11, 2017
প্রসঙ্গত, অনলাইন শপিং ওয়েবসাইট ‘আমাজন’-এ ভারত বিরোধী বহু দ্রব্যেরই বিজ্ঞাপন থাকে৷ গত কয়েকদিন আগে জাতীয় পতাকার মতো দেখতে পাপোস এই সাইটে বিক্রি হচ্ছিল৷ আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া মন্তব্য মন্ত্রীর৷
Amazon must tender unconditional apology. They must withdraw all products insulting our national flag immediately: Sushma Swaraj
— ANI (@ANI_news) January 11, 2017
If this is not done forthwith, we will not grant Indian Visa to any Amazon official. We’ll also rescind the Visas issued earlier: EAM Swaraj
— ANI (@ANI_news) January 11, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.