সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বায়নের যুগে হিল্লি-দিল্লি তো নস্যি৷ টোকিও-টরন্টোও হয়ে দাঁড়িয়েছে সামান্য ব্যাপার৷ পাড়ার রক থেকে চায়ের দোকানে শোনা যায় ডোনাল্ড ট্রাম্প ও ইসলামিক স্টেট নিয়ে আলোচনা৷ তবে আশ্চর্যজনক ভাবে ভারতেরই উত্তর-পূর্বাঞ্চল সম্বন্ধে জিজ্ঞেস করা হলে অনেক ‘বিদ্বজনের’ মুখের বুলি হারিয়ে যায়৷ এমনকি দেশের রাজধানী দিল্লিতেও অসম, মণিপুর-সহ উত্তর-পূর্বাঞ্চলের ছাত্রদের হেনস্তার শিকার হতে হয়৷ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অরুণাচল প্রদেশের রাজ্যপাল বলেছেন, “আমরা আমেরিকার কথা যতটা জানি ততটা দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির কথা জানিনা৷”
এবার জেনে নিন বৈচিত্রে ভরা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিষয়ে কিছু চমকপ্রদ তথ্য৷
১) অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা- এই সাতটি রাজ্য নিয়ে গঠিত ভারতের উত্তর-পূর্বাঞ্চল৷ একত্রে এদের ‘সেভেন সিস্টার্ স্টেটস’ ও বলা হয়৷ এই রাজ্যগুলিতে রয়েছে কয়েকশ জনগোষ্ঠী ও প্রায় ২০০ টিরও বেশি ভাষা৷
২) প্রায় সমস্ত ভারত দখল করে নিলেও, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে কবজা করতে পারেনি মোঘলরা৷ সরাইঘাটের যুদ্ধে মোঘল সম্রাট ঔরংজেবের সৈন্যদল পরাজিত হয় আহোম সেনাপতি লাচিত বরফুকনের হাতে৷ অসমে প্রায় ৬০০ বছর রাজত্ব করেছে আহোম রাজারা৷ ভারতের ইতিহাসে টানা এতদিন মসনদে থাকার রেকর্ড আর নেই৷
৩) বিশ্বের সবথেকে বড় নদী-দ্বীপ মাজুলি ও সবথেকে ছোট নদী-দ্বীপ উমানন্দ অসমে অবস্থিত৷ এছাড়াও সাতটি জাতীয় উদ্যানও রয়েছে উত্তর-পূর্বাঞ্চলেই৷
৪) মেঘালয়ের রাজধানী শিলং, ভারতের ‘রক ক্যাপিটাল’ হিসেবে বিখ্যাত ৷ এছাড়াও পৃথিবীর সবথেকে বৃষ্টিবহুল অঞ্চল হিসেবে গিনেস বুকে নাম উঠেছে মৌসিনরামের৷ এছাড়াও এ রাজ্যে রয়েছে এশিয়া মহাদেশের পরিচ্ছন্নতম গ্রাম মৌলিনলং৷
৫) ভারতের মধ্যে স্বাক্ষরতার হারে প্রথমসারিতে রয়েছে ত্রিপুরা ও মিজোরাম৷ শুধু তাই নয়, একমাত্র ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেই পণ-প্রথা নেই৷
৬) বয়ন শিল্পে বিশ্বের প্রথমসারির মধ্যে রয়েছে অসমের সুয়ালকুচি৷ একমাত্র অসমেই পাওয়া যায় বহুমূল্য মুগা সিল্ক৷ এছাড়াও ভারতের প্রায় ৭০ শতাংশ অর্কিড উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গলে পাওয়া যায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.